ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টের পর এবার ঢাকা টেস্ট। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মাঠে নামছে টাইগাররা। তার আগেই খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনলাইনে হয় বৈঠক।
তার আগে বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের উদ্বোধনে এসে পাপন জানান, টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বিসিবি। চলুন দেখে নেই বিসিবি সভাপতি কী বললেন…
ক্রিকেটারদের জন্য ভ্যাকসিন
ভ্যাকসিন দেওয়ার কথা আমরা অলরেডি বলে রেখিছি। আমরা আজকেই প্লেয়ারদের সঙ্গে কথা বলবে ডেটটা ঠিক করবো, যে কবে। আমরা জায়গাটাও ঠিক করে রেখেছি, তালিকাও তৈরি আছে আমাদের কাছে। এখন খালি কবে করবো সেটা। একটাই অপশন আছে যে ১৫ তারিখে খেলা শেষ হওয়ায় আগে হচ্ছে না। টেস্ট ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমরা ভ্যাকসিন সেটা কাল পরশুর মধ্যে আপনাদের জানাতে পারবো বলে আশা করছি।
ঢাকা টেস্টের দল প্রসঙ্গে
আজকে সাড়ে ছয়টা পুরো টিমের সঙ্গে জুম মিটিং আছে। আমি তাদের সঙ্গে কথা বলব। সিনিয়র প্লেয়ারদের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে, রেগুলারই হচ্ছে। এখন এখানে ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে ওয়েস্টইন্ডিজ ভালো খেলেছে। অস্বীকার করার উপায় নেই। ফিফথ ডেতে ডাবল সেঞ্চুরি করা অসম্ভব, এটা আমি মনে করি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশও কখনও করতে পারেনি। কিন্তু ওরা করেছে, কিন্তু এর সাথে এটাও সত্যি যে আমরা যে পরিমাণ সুযোগ নষ্ট করছি, সে পরিমাণ সুযোগ নষ্ট করা যায় না। নষ্ট করলে যে হাত ছাড়া হয়ে যায় ম্যাচ, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এবং আমি মনে করি যে এ বিষয়টাতে আমাদের আরো নজর দিতে হবে।
টেস্টের জন্য প্রস্তুতি কেমন
টেস্টের জন্য প্রস্তুতি নেবো কি…? আমরা বলেছিলাম যে সামনের বছরটা আমরা টেস্টের জন্য সবচেয়ে বেশি কনসার্টটেন্ট করব। টেস্টে যাতে ইম্প্রুভমেন্ট হয়। ওই বছরটা তো করোনার জন্য আটকা। তাছাড়া হঠাৎ করেই তো আর হবে না। এক বছর পিছিয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস এই এক বছর টেস্টে জন্য আরও অনেক আমরা ভালো জায়গায় যেতে পারব।
ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা
অস্ট্রেলিয়ান দল সেপ্টেম্বর আসবে আমাদের এখানে খেলতে, এর আগে নিউজিল্যান্ড আসবে। এখন আমরা কথা বলে চেষ্টা করে দেখতে পারি একটা ট্রাই-ন্যাশন করা যায় কি না। কিন্তু ওরা দুটা টিম আসবে এখন পর্যন্ত এতটুকু আমরা বলতে পারি।
কোচ ও অধিনায়ক প্রসঙ্গে
এই মুহূর্তে এসব নিয়ে আলোচনা করা ঠিক না, কারণ একটা সিরিজ চলছে। তাছাড়া আমার মনে হয় না, একটা খেলা দেখে একটা ম্যাচের পারফরম্যান্স দেখে এ রকমের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিৎ। একটা জিনিস মনে রাখবেন এই ওয়েস্টইন্ডিজ টিমকে কিন্তু আমরা ওডিআইতে হোয়াইটওয়াশ করেছি মাত্র। কাজেই ওরা তো জিততেই পারে টেস্ট একটা। সেকেন্ড টেস্টে আমরা যাতে ভালো খেলি সেটাই হচ্ছে বড় কথা।
Discussion about this post