আসছে ১৫ জানুয়ারি থেকে শুরু ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি খেলবে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের টিকিটও মিলবে অনলাইন সহজ ডট কম-এ (https://www.shohoz.com)। এর বাইরে ম্যাচ ডে ও তার আগের দিন মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কেনা যাবে।
জানা গেছে দুই-তিন দিনের মধ্যেই সহজ ডট কমে টিকিটি ছাড়া হবে। তবে টিকিট কাটতে সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, ছাত্র-ছাত্রীদের জন্য কলেজের পরিচয়পত্র হলেই চলবে আর একটি মোবাইল নাম্বার লাগবে। প্রতিটি মোবাইল নাম্বারের বিপরীতে সর্বোচ্চ তিনটি টিকিটকেনা যাবে।যে আইডি কার্ডটি ব্যবহৃত হবে তার বিপরীতে সংগ্রহ করা যাবে তিনটি টিকিট। অনলাইনে পেমেন্ট সম্পূর্ণ হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন আউটলেট থেকে টিকিটি পাওয়া যাবে।
সহজ ডট কমে ৩০-৪০ ভাগ টিকিট ছাড়া হবে।
এবার দেখে নিন টিকিটের দাম-
ত্রিদেশীয় সিরিজের টিকিট: বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড (ক্লাব হাউজ) ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ১৫০ টাকা এবং পূর্বদিকের গ্যালারি ১০০ টাকা।
শ্রীলঙ্কা সিরিজের টিকিট
চট্টগ্রাম টেস্টের টিকিট মূল্য (প্রতিদিন): গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, পশ্চিম দিকের গ্যালারি ৮০ ও পূর্ব দিকের গ্যালারি ৫০টাকা।
ঢাকা টেস্টের টিকিট মূল্য (প্রতিদিন): বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ১০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড (ক্লাব হাউজ) ২০০ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ৮০ টাকা ও পূর্বদিকের গ্যালারি ৫০ টাকা।
ঢাকায় অনুষ্ঠেয় প্রথম টি-টুয়েন্টি ম্যাচের টিকিট
মূল্য: বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড (ক্লাব হাউজ) ৩০০ টাকা, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ১৫০ টাকা ও পূর্ব দিকের গ্যালারি ১০০ টাকা।
সিলেট ভেন্যুর দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট মূল্য: গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, পশ্চিম দিকের গ্যালারি ১৫০ টাকা, গ্রিন হিল এরিয়া ও পূর্ব দিকের গ্যালারি ১০০ টাকা।
Discussion about this post