ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে চারবার দিতে হবে করোনা টেস্ট। সে হিসেবে এবার তৃতীয় পরীক্ষাতেও সুখবর পেয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এরআগের দুই টেস্টেও উতরে গিয়েছিলেন সবাই।
বাংলাদেশ ক্রিকেট দল ফের করোনা পরীক্ষায় সুখবর পেল। ব্যাপারটি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের সবার করোনা পরীক্ষার ফলাফল তৃতীয়বারের মতো নেগেটিভ এসেছে, ফলে প্র্যাকটিসে ফিরতে আর কোন বাধা থাকল না ক্রিকেটারদের।’
এরআগে গত ৭ দিন কঠোর কোয়ারেন্টিনের মাঝে ৩০ মিনিট বাইরে হাঁটাচলা করার অনুমতি ছিল টাইগারদের। এদিকে তৃতীয় ধাপের করোনা টেস্টে সুখবর পাওয়ার পরই আজ থেকে একসঙ্গে জিম করার সুযোগ পেয়েছে সফরকারীরা।
আজ থেকে ৯ মার্চ পর্যন্ত ছোট ছোট গ্রুপে অনুশীলন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ১০ মার্চ থেকে সবাই ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন বলে জানা গেছে। এরপর কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দলের সদস্যরা। সেখানে অনুশীলন চলবে টানা ৫ দিন। এদিকে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। সেটা শেষ হলেই প্রথম ওয়ানডের ভেন্যু ড্যানেডিন যাবে টাইগাররা। সেখানেই আগামী ২০ মার্চ ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ।
Discussion about this post