কেন্দ্রীয় চুক্তির বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটারদের জন্য আলাদা একটা চুক্তি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই চুক্তিতে রয়েছেন ৭৭ জন ক্রিকেটার। জাতীয় দলের কেউ নেই এই তালিকায়। এই চুক্তিতে এবার আবদুর রাজ্জাক, তুষার ইমরান, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেনকে নিয়ে বিশেষ একটা ক্যাটাগরি করা হল। এ পাঁচজনের বেতন নির্ধারিত হয়েছে ৭৫ হাজার টাকা।
যুব বিশ্বকাপে বোলিং-ব্যাটিং দুই বিভাগেই দুর্দান্ত খেলা আফিফকে ধরা হচ্ছে ভবিষ্যতের তারকা। তাইতো তাকে সম্মান দিয়ে বিশেষ ক্যাটাগরিতে রেখেছে বিসিবি। আর অভিজ্ঞ রাজ্জাক-তুষারকে সম্মান জানাতে অনেকটা বাধ্য হল বিসিবি। কারণ ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন দু’জন। ১৮ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে অনেক অর্জন জমা হয়েছে তাদের। এ অবস্থায় আফিফের বেতন তুষার-রাজ্জাকদের সমান হওয়া নিয়ে অবশ্য একটা প্রশ্ন ঠিকই থাকল।
কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকারা আছেন কিংবা নেই সেটা দুই মাস আগেই জানিয়েছে বিসিবি। ‘রুকি’ শ্রেণির নাম জানায়নি। তরুণ ক্রিকেটারদেরই রাখা হতো ‘ডি’ শ্রেণিতে। যাদের বেতন ছিল ১ লাখ টাকা। এবার এই শ্রেণির নাম বদলে করা হল রুকি শ্রেণি। এ শ্রেণিতে জায়গা পেলেন লিটন দাস, আবু হায়দার রনি আর নাজমুল হোসেন।
Discussion about this post