ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালিন শুক্রবার মাঠে বিতর্কিত আচরণের জন্য খবরের শিরোনাম হন সাকিব আল হাসান। এরপরই মূলত তার বড় ধরনের শাস্তি আশঙ্কা করা হচ্ছিলো। শেষ পর্যন্ত সেটাই হল। এ তারকা তিন ম্যাচ নিষিদ্ধ হলেন। শুধু তাই এর সঙ্গে ৫ লাখ টাকা গুনতে হবে জরিমানাও। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এরআগে শুক্রবার দুপুরে আবাহনীরবিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। প্রথমবার লাথি মারেন স্টাম্পে, একটু পর তিন স্টাম্প তুলে আছাড় মারেন। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে। সে সময় তিনি ও আবাহনী কোচ খালেদ মাহমুদ তেড়ে যান পরস্পরের দিকে। তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে ওই দিনই বিকেলে ফেইসবুকে লিখিত বক্তব্যে সাকিব এই কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে ‘মানবিক ভুলের’ জন্য ক্ষমা চান। তারপরও পার পেলেন না তিনি।
সাকিবের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। তিনি শনিবার বলেন, ‘ম্যাচ আম্পায়ার ও রেফারি যেভাবে রিপোর্টে দিয়েছেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে এবং সাকিব আল হাসান তা মেনে নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ রেফারির রিপোর্ট বিকেলে পেয়েছি যেখানে সাকিবকে লেভেল-থ্রি মাত্রার অপরাধের জন্য নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।’
Discussion about this post