বিশ্ব একাদশের হয়ে ক্রিকেট সিরিজ খেলতে এখন পাকিস্তানে রয়েছেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা দেশটিতে খেলতে গিয়ে হাশিম আমলারা মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম যে তথ্য দিচ্ছে তাতে জানা গেছে বড় অঙ্কের অর্থ নিয়ে লাহোরে খেলতে গেছেন তামিমরা।
‘ইনডিপেনডেন্ট কাপ’ নামের এ সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মোট বাজেট ২৫ থেকে ৩০ লাখ ডলার। যার বেশির ভাগই ব্যয় হচ্ছে বিশ্ব একাদশের ক্রিকেটারদের জন্য। ৩ ম্যাচের এই সিরিজ খেলে প্রায় ১ লাখ ডলার করে পাবেন বিশ্ব একাদশের প্রতিটি খেলোয়াড়। বাংলাদেশি মুদ্রায় যা ৮২ লাখ টাকার কিছু বেশি। প্রতি ম্যাচ খেলে ২৭ লাখ টাকার বেশি করে পাচ্ছেন তামিম-আমলারা।
তিনটি ম্যাচের আন্তর্জাতিক সিরিজে ক্রিকেটারদের ম্যাচ ফি ধরে পাবেন ৩ লাখ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে আসলে ৮২ লাখ টাকার বেশি পাবেন তামিম।
অবশ্য কারণটাও সংগত। পিসিবি বাধ্য হয়েই এই অর্থ ব্যয় করছে। সেই ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো বড় দল পাকিস্তান সফরে যায়নি। তাইতো ক্রিকেট ফেরাতে তাদের এই উদ্যোগ।
Discussion about this post