পুরো একটা সিরিজে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন তিনি! ভাগ্য ভালই বলতে হবে লিটন কুমার দাসের। প্রথমবারই সিরিজ জয়ের তৃপ্তি পেলেন তিনি। সঙ্গে প্রতিটি ম্যাচেই টস ভাগ্য সঙ্গে থাকল তার। টানা তৃতীয়বার টস জিতলেন লিটন। শনিবার টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক। ব্যাটিংয়ে পাঠান শুরুতে ভারতকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই লড়াইয়ে জিতে ভারতকে হোয়াইট ওয়াশের পরিকল্পনা করছে বাংলাদেশ দল।
ঢাকায় প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগেও একবার সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেটা ৭ বছর আগে। তখন অবশ্য হোয়াইটওয়াশ করা হয়নি। এবার ওয়ানডে সিরিজে সেই মিশনেই দল।
এমন একটা মিশনে শনিবার বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন নাজমুল হোসেন শান্ত ছিটকে গেলেন একাদশ থেকে। তার জায়গায় ইয়াসির আলী রাব্বী। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও নেই। এখানে এসেছেন পেসার তাসকিন আহমেদ। আবার ভারতীয় দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। চোটে ছিটকে যাওয়া রোহিত শর্মার বদলে তরুণ ইশান কিশান। দীপক চাহারের জায়গায় আছেন কুলদ্বীপ যাদব।
সুযোগ পেয়েই ইশান চমক দেখাচ্ছেন। ব্যাটে ঝড় তুলছেন। তুলেছেন সেঞ্চুরি, সঙ্গে দাপট দেখাচ্ছেন বিরাট কোহলিও। অথচ ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ করেন শিখর ধাওয়ান। ৮ বলে ৩ রান করে ফেরেন ভারতীয় ওপেনার।
ইতিহাস জানাচ্ছে-বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউজিল্যান্ডকে দুইবার আর পাকিস্তানকে একবার। সঙ্গে জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ভারতকে হোয়াইটওয়াশ করতে চাইছে দল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।
ভারত একাদশ
ইশান কিষান, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
Discussion about this post