এবার দীর্ঘ মেয়াদে ঘরোয়া সূচির দিকে নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী তিন মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর তারিখ ঠিক করা হয়েছে। জানা গেল সামনের আসর শুরু হচ্ছে সামনের বছর ৫ জানুয়ারি। বিসিবির বোর্ডসভা শেষে রোববার এই তথ্য দেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।
নবম আসর ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের বছর দশম আসর শুরু ৬ জানুয়ারি। শেষ ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি। ফাইনাল ১১ ফেব্রুয়ারি।
প্রতি বছর সাত ফ্র্যাঞ্চাইজি খেলবে বলে জানাল বিসিবি। প্রতিটি দলের সঙ্গেই তিন বছরের জন্য চুক্তি করবে বোর্ড। সামনের সপ্তাহেই বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ফ্র্যাঞ্চাইজি আহ্বান করবে বিসিবি। পুরোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে নতুন কোম্পানিও থাকবে।
ফ্র্যাঞ্চাইজি নিয়ে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
বিপিএলের গত আসরে ছিল ছয় ফ্র্যাঞ্চাইজি। এবার এবার তিন বছরের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করছে বিসিবি। নাজমুল হাসান পাপনর বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেবো। এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়। সেটা বিবেচনা করে সামনে আগের মতো সব থাকবে, তাও না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেবো। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’
বিপিএলের নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত বছর খেললেও অন্যরা ছিল না।
Discussion about this post