ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। বল হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন। কাটার দিয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যদিও শেষ অব্দি সেই দাপট আর ধরে রাখা হয়নি। এ কারণে সব ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলে জায়গা হারিয়েছেন তিনি। হারানো সেই জায়গা পুনরুদ্ধারের মিশন নিয়েই চলছে ফিজের অনুশীলন।
নির্বাচকরা বেশ কিছুদিন ধরেই টেস্টে আমলে নিচ্ছেন না মুস্তাফিজকে। ভারত সফরে ড্রেসিংরুমেই থাকতে হয়েছে তাকে। তবে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরুর পর থেকে লাল বলে বোলিং করতে দেখা যাচ্ছে মুস্তাফিজকে। বিসিবির লাল বলের চুক্তিতে জায়গা না লঙ্কায় তিন টেস্টের সিরিজের দলে থাকতে চান তিনি।
১৩ টেস্টে ২৮ উইকেট নেওয়া এই পেসার ফের তিন ফরম্যাটের দলেই নিজের জায়গা করে নিতে চান। বলছিলেন,
‘আমি সব ফরম্যাটে খেলতে চাই। এখন ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে সব ফরম্যাটে নিয়মিত হতে পারব, সব চেষ্টা করছি আমি।’
গত মার্চে জিম্বাবুয়ে সিরিজের সময় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, ‘মুস্তাফিজ এখনও টেস্টের জন্য প্রস্তুত নয়।’ ট্যাকনিক্যাল কিছু বিষয় নিয়েও কাজ করতে বলেন তিনি। এখন সেই কাজটাই করছেন। সঙ্গে আছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার অনুশীলন শেষে মুস্তাফিজ বলেন, ;’দেখুন, করোনার আগে গিবসন আমাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছিলেন, কী করলে বল ভেতরে ঢুকবে। ওটা নিয়ে কাজ করছিলাম। এখন খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে। ভালোভাবে কাজ করতে পারলে, ভেতরে ঢোকানো বল দ্রুত আসবে।’
করোনাভাইরাসের সময়টাতে সাতক্ষীরাতে নিজ এলাকাতেই বেশি থেকেছেন মুস্তাফিজ। তবে ঢাকায় ফিরে নিজেকে প্রস্তুত করার কাজে লেগে পড়েছেন তিনি!
Discussion about this post