ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা শঙ্কা কাটিয়ে এবার মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে প্রথমবার হবে মেয়েদের ক্রিকেট। তার অংশ হিসেবেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন দলের লড়াই শুরু হচ্ছে ৬ মার্চ। এখানে লড়বে বাংলাদেশ লাল, বাংলাদেশ সবুজ ও বাংলাদেশ নীল- এই তিনটি নামে ৪৫ জন ক্রিকেটার।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ক্রিকেট ইভেন্টের সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয়, ইমার্জিং আর অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে গড়া হয়েছে লাল, নীল ও সবুজ নামের তিনটি দল।
প্রতি দল দুটি করে ম্যাচ খেলবে। ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির কথা ভেবে ৫০ ওভারেই হবে ম্যাচগুলো। ১২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল।
নবম বাংলাদেশ গেমস শুরু ১ থেকে ১০ এপ্রিল। তবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট কিছুটা আগেই শুরু হচ্ছে।
গেমসে মেয়েদের ক্রিকেটের সূচি:
৬ মার্চ: লাল দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
৮ মার্চ: সবুজ দল-নীল দল, সিলেট স্টেডিয়াম
১০ মার্চ: লাল দল-সবুজ দল, সিলেট স্টেডিয়াম
১২ মার্চ: ফাইনাল, সিলেট স্টেডিয়াম
টুর্নামেন্টের তিন দল-
বাংলাদেশ লাল দল
রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), লতা মন্ডল, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জিন্নাত আছিয়া অর্থি, সুরাইয়া আজমিম, লাবনী আক্তার, পূজা চক্রবর্তী, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা (অনূর্ধ্ব-১৯), সাবাকুন নাহার চৈতি (অনূর্ধ্ব-১৯), লেকি চাকমা (অনূর্ধ্ব-১৯), রাবেয়া খাতুন (অনূর্ধ্ব-১৯), মর্জিনা আক্তার মিম (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- কাজী মাশুক আল বারি (ম্যানেজার), ফয়সাল হোসেন ডিকেন্স (কোচ), নাসির উদ্দিন ফারুক (সহকারী কোচ)।
বাংলাদেশ সবুজ দল
শারমিন সুলতানা, সানজিদা ইসলাম, টুম্পা খাতুন (উইকেটরক্ষক) রুমানা আহমেদ, রিতু মনি, সুমাইয়া আকতার, পান্না ঘোষ, সানজিদা আক্তার মেঘলা, সান্ধিয়া ইসলাম আশা, খাদিজা-তুল-কুবরা, মিষ্টি রাণী সাহা (অনূর্ধ্ব-১৯), জান্নাতুল মহুয়া (অনূর্ধ্ব-১৯), দিশা বিশ্বাস (অনূর্ধ্ব-১৯), দিলারা আক্তার দোলা (অনূর্ধ্ব-১৯), মারুফা আক্তার (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- সরফরাজ নেওয়াজ (ম্যানেজার), দীপু রায় চৌধুরী (কোচ), ডলার মাহমুদ (সহকারী কোচ)।
বাংলাদেশ নীল দল
মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, একা মল্লিক, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), ইশমা তানজিম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, জাহানারা আলম, মুমতা হেনা হাসনাত, রাবেয়া, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাল্গুনি চৌধুরী বন্যা (অনূর্ধ্ব-১৯), উন্নতি আক্তার (অনূর্ধ্ব-১৯), স্বর্ণা আক্তার (অনূর্ধ্ব-১৯), রিয়া আক্তার শিখা (অনূর্ধ্ব-১৯)।
টিম ম্যানেজমেন্ট- রুহুল আমিন (ম্যানেজার), শাহনেওয়াজ শহিদ শানু (কোচ), একেএম মাহমুদ ইমন (সহকারী কোচ)।
Discussion about this post