ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ। এবার ওয়ানডে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের মাঠেই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের প্রস্তুতি ম্যাচের জন্য তিনজন অধিনায়কও বেছে নিয়েছে বোর্ড। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহর সঙ্গে একটি দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
অবশ্য দুই দিনের দুটি অনুশীলন ম্যাচেও একটি দলকে নেতৃত্ব ছিলেন শান্ত। অতীতেও তার নেতৃত্বের রেকর্ড রয়েছে। এর আগে অনূর্ধ্ব-১৯ দল, একাডেমি দল, হাই পারফরম্যান্স (এইচপি) দল, বাংলাদেশ ‘এ’ দল, বিসিবি একাদশের অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রস্তুতি ম্যাচে দলগুলির নামকরণ করা হয়েছে তিন অধিনায়কের নামে। প্রতি দলে আছেন ১৫ জন ক্রিকেটার। সঙ্গে তিন জন করে স্ট্যান্ড বাই। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই এই ম্যাচ খেলতে পারবেন। তার আগে সবাই থাকবেন জৈব-সুরক্ষা বলয়ে।
রোববার শুরু থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে প্রতি দল পরস্পরের বিপক্ষে খেলবে দুইবার করে। ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিন-রাতের। দুপুর দেড়টায় শুরু খেলা। থাকছে প্রতি ম্যাচেরই রিজার্ভ ডে।
বিসিবি সূত্রে জানা গেছে-ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে। ফাইনাল টিভিতে সরাসরি দেখানো হতে পারে। তবে ম্যাচগুলি লিস্ট ‘এ’ নয়।
চলুন দেখে নেই তিন দল-
তামিম একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ড বাই: শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা
মাহমুদউল্লাহ একাদশ-
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ড বাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।
শান্ত একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।
টুর্নামেন্টের সূচি-
১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর: ফাইনাল
Discussion about this post