তিনি মারা গেছেন সেই ১০ বছর আগে। অথচ তাকেই ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করে অভিযোগ দিল দিল্লি পুলিশ! দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক প্রয়াত হ্যানসি ক্রনিয়ে সেই মামলার একমাত্র আসামী। অথচ সেটা কোন স্পট ফিক্সিং নয়। একাই তাহলে কি করে ম্যাচ পাতালেন সেটা দিল্লি পুলিশই ভাল জানে!
২০০০ সালে ব্যাপক আলোচিত ম্যাচ পাতানো মামলায় ক্রনিয়েকে দোষীসাব্যস্ত করে সোমবার অভিযোগপত্র জমা দিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগপত্রে ক্রনিয়ে ছাড়া আর কারও নাম নেই। যদিও অন্য দুই প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস, নিকি বোয়ে এবং ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনসহ বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে নিয়ে আলোচনা হলেও অভিযোগপত্রে তাদের নাম নেই। তদন্তে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না পাওয়ার কারণেই নাম বাদ পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৩ বছর আগে ২০০০ সালের মার্চ মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচ পাতানো ছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশের অপরাধ শাখা (ক্রাইম ব্রাঞ্চ)। পুলিশের দাবি, লন্ডনকেন্দ্রিক জুয়াড়ি সঞ্জিব চাওলার সঙ্গে ক্রনিয়ের ফোনালাপ বিশ্লেষণ করে অর্থের বিনিময়ে ম্যাচ পাতানোর প্রমাণ পেয়েছে তারা। প্রাথমিকভাবে ক্রনিয়ে এ অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু পরে একটি তদন্ত কমিশনের সামনে এ ম্যাচের কিছু তথ্য পাচারের বিনিময়ে ১৫ হাজার ডলার গ্রহণের কথা স্বীকার করেন প্রয়াত এ ক্রিকেটার। এ স্বীকারোক্তির পর ক্রিকেটে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়। দক্ষিণ আফ্রিকার এ বিতর্কিত অধিনায়ক ২০০৩ সালে এক বিমান দুর্ঘটনায় চলে যান না ফেরার দেশে।
Discussion about this post