ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। টেস্টের তৃতীয় দিনে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল। ২০৩ রানে তিনি যখন অপরাজিত তখনই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল হক। হাতে ছিল দুইদিন। প্রথমবারের মতো ট্রিপল পেতেও পারতেন মুশফিকুর রহিম। কিন্তু আবহাওয়া বলছে মঙ্গলবার বৃষ্টি হলেও হতে পারে।
এ কারণেই ইনিংস ঘোষণা করে শেষ বিকেলে জিম্বাবুয়ের দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তারপরও দিন শেষে সংবাদ সম্মেলনে ট্রিপল সেঞ্চুরির জন্য আক্ষেপ করলেন মুশি।
ঢাকা টেস্টে সোমবার ৩১৫ বলে ডাবল সেঞ্চুরি পেলেন মুশফিক। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে এটিই তার প্রথম ডাবল। আগের দুটি করেন কিপার-ব্যাটসম্যান হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে দল। প্রথম ইনিংসে এখনো লিড ২৮৬।
সংবাদ সম্মেলন কক্ষে বসে মুশফিক বলেন, ‘আমার একটা পরিকল্পনা ছিল। সত্যি বলতে কী, আমি ভাবিনি এই সময়ে ইনিংস ঘোষণা করে দেবে। এখনও দুই দিন সময় আছে। তার চেয়েও বড় কথা, আমরা যত ব্যাটিং করব, উইকেট তত ভাঙতেও পারত। চা-বিরতির সময় আমাদের এমন কোনো আলোচনা হয়নি। আধ ঘণ্টার একটু আগে জানতে পারি, আজ ওদের ৬ থেকে ৮ ওভারের মতো দেব আমরা। এরপর আমরা একটু রানের গতি বাড়ানোর চেষ্টা করেছি।’
সঙ্গে আরো্ যোগ করেন, ‘আগে পরিকল্পনা ছিল, একপাশে যদি লিটন থাকে, আমার জন্য সুবিধা হয়। আমার ভাবনা ছিল, ও যদি একশ করে, তাহলে আমারও হয়তো রান তিনশর কাছে চলে যাবে। আজকে হতো না, কাল প্রথম সেশনে হয়ে যেতে পারত। আবার একই সঙ্গে বলতে হবে, দলই সবসময় আগে আসবে। এখন পর্যন্ত যেটা হয়েছে, দলীয়ভাবে আমরা খুব ভালো একটা অবস্থানে আছি।’
অবশ্য আবহাওয়ার পূর্বাভাস প্রসঙ্গে মুশফিকের জানা ছিল না, ‘এটা হতে পারে আবহাওয়ার জন্য। আমি এখনও জিজ্ঞেস করিনি। আমাদের একটা মানসম্পন্ন একটা বোলিং আক্রমণ আছে। আশা করছি- জেতার জন্য আমাদের এই ইনিংসটাই যথেষ্ট হবে।’
তারপরও বলছিলেন, ‘গতবার যখন জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলাম, তখনও কিন্তু এই প্রশ্ন আমাকে করা হয়েছিল। তখন বলেছিলাম, অবশ্যই সম্ভব। শুধু আমার নয়, টপ অর্ডারে যারাই ব্যাট করে, তাদের সবার জন্যই সম্ভব। যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান অনেকেরই দুইটা-তিনটা করে ট্রিপল সেঞ্চুরি আছে। তারা যদি করতে পারে আমাদের ক্রিকেটাররা কেন পারবে না? অবশ্যই পারবো।’
Discussion about this post