ইয়র্কারে নুয়ান প্রদিপের উইকেট উড়িয়ে দিয়েই উল্লাসে ভেসে গেলেন তাসকিন আহমেদ।এমনটাই তো সংগত। কেননা, বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তিনি। মঙ্গলবার রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামে গুনারত্নেকে দিয়ে হ্যাটট্রিক মিশন শুরু।তারপর সুরঙ্গা লাকমল! শেষে নুয়ান। ব্যস হাওয়া উড়লেন এই পেসার।
সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৭ রানে ৪ উইকেট নিলেন তাসকিন। আর শ্রীলঙ্কা ২য় ওয়ানডেতে করে ৩১১ রান।
দেশের বাইরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব শাহাদাত হোসেনের। তারপর আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম ওয়ানডে ক্রিকেটে পরপর তিনবলে উইকেট নেন।
সব মিলিয়ে তাসকিন ওয়ানডেতে ৪১তম হ্যাটট্রিক করলেন। ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর ওয়ানডে ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের জালাল-উদ-দিন।ওয়ানডেতে হ্যাটট্রিক করা বোলারের সংখ্যায় বাংলাদেশ দুইয়ে রয়েছে। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ৬জন করে বোলার হ্যাটট্রিক করেছেন। ৫ টাইগার ছুঁয়েছেন এই রেকর্ড।
ওয়ানডেতে হ্যাটট্রিক করা বাংলাদেশি বোলার
বোলার | প্রতিপক্ষ | ভেন্যু | তারিখ |
শাহাদাত হোসেন | জিম্বাবুয়ে | হারারে | ২ আগস্ট ২০০৬ |
আবদুর রাজ্জাক | জিম্বাবুয়ে | ঢাকা | ৩ ডিসেম্বর ২০১০ |
রুবেল হোসেন | নিউজিল্যান্ড | ঢাকা | ২৯ অক্টোবর ২০১৩ |
তাইজুল ইসলাম | জিম্বাবুয়ে | ঢাকা | ১ ডিসেম্বর ২০১৪ |
তাসকিন আহমেদ | শ্রীলঙ্কা | ডাম্বুলা | ২৮ মার্চ ২০১৭ |
Discussion about this post