প্রথমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন লুক রনকি। তারপর বল চিটাগং ভাইকিংসকে পথ দেখালেন তাসকিন আহমেদ। তার ম্যাজিক স্পেলেই জয়ের স্বপ্ন ভাঙ্গল রংপুর রাইডার্সের। চিটাগংয়ের দেয়া ১৬৭ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে রংপুর শেষ দিকে এসে পথ হারাল। উত্তরবঙ্গের দলটি আটকে গেল ১৫৫ রানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দলকে ১১ রানে হারিয়ে প্রথম জয় পেল চিটাগং।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় প্রথম ওভারেই রংপুর হারায় জনসন চার্লসকে। সেই ধাক্কা সামলে ঠিক পথেই ছিল দলটি। কিন্তু তাসকিনের দুর্দান্ত বোলিং শেষ করে দিল। হ্যাটট্রিকই হয়ে যাচ্ছিল তার। অবশ্য সেই হ্যাটট্রিক বলে স্ট্রেইট ড্রাইভ করলেন পেরেরা। তারপর তাসকিনের বুটে লেগে বল উড়িয়ে দেয় নন স্ট্রাইক প্রান্তের বেলস। দুর্ভাগা রবি বোপারা ৩২ বলে ৩৮ রানে আউট।
এর আগে লুক রনকি ফিফটি স্পর্শ করেন ১৯ বলে। যা কীনা বিপিএলে তৃতীয় দ্রুততম পঞ্চাশ। ১৬ বলে ফিফটির বিপিএল রেকর্ড আহমেদ শেহজাদের। ১৮ বলে করেন সিকুগে প্রসন্ন।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬৬/৪ (রনকি ৭৮, সৌম্য ৭, মুনাবিরা ২০, মিসবাহ ৩১*, রিস ১০, এনামুল ১৭*; মাশরাফি ১/২৮, সোহাগ ০/২৩, নাজমুল ০/৩৬, মালিঙ্গা ০/২৫, শেনওয়ারি ০/২৩, বোপারা ২/১৪, পেরেরা ১/১৬)।
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫৫/৮ (চার্লস ১, জিয়াউর ১১, মিঠুন ২৩, বোপারা ৩৮, শাহরিয়ার ২৬, শেনওয়ারি ০, থিসারা ১১, মাশরাফি ১৩, সোহাগ১১*,মালিঙ্গা ১৪*; সানজামুল ১/২১, শুভাশিস ১/৩৫, তাসকিন ৩/৩১, রিস ২/২৬, রাজা ০/১, তানবীর ০/২৪)।
ফল: চিটাগং ভাইকিংস ১১ রান জয়ী
ম্যাচসেরা: তাসকিন আহমেদ
Discussion about this post