তাসকিন আহমেদের বিরুদ্ধে তার শৈশবের বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগ নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় বইছে। তা অবশেষে থেমেছে পারিবারিক সমঝোতায়। এই তারকা ক্রিকেটার অবশেষে স্বস্তি পেলেন।
ঘটনার শুরুটা ছিল ব্যক্তিগত, কিন্তু সামাজিক মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বন্ধুত্বের জটিলতা, আবেগ আর ভুল বোঝাবুঝির এই ঘটনায় উঠে আসে এক ভিন্ন চিত্র-ক্রিকেটারদের মাঠের বাইরের জীবনের চাপ, এবং সম্পর্কের ভাঙাগড়ার গল্প।
বুধবার বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়। সৌরভ বলেন, ‘বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, ওখান থেকেই সব শুরু। পরে দুই পরিবার বসে সমাধান করেছে। আমি আগে সরি বলিনি, অভিযোগও তুলি নাই, আজ সেটা হয়েছে।’
তবে মীমাংসার পরও তার কণ্ঠে ছিল আবেগ ও আক্ষেপ। ছোটবেলার বন্ধু তাসকিনকে নিয়ে বলেন, ‘ও বাংলাদেশের জন্য অনেক কিছু দিতে পারে। শুভকামনা থাকল। তবে আমি এখন ট্রমাটাইজড, বন্ধু হিসেবে সময় নিতে হবে।’
এদিকে তাসকিন শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তিনি বলেছিলেন, ‘এটা ভিত্তিহীন। আমার সঙ্গে ঝগড়া হয়নি, দয়া করে গুজবে কান দেবেন না।’ সৌরভের খালা ঝুমা খান জানান, “অভিযোগ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা নিশ্চিত করা। দুই পক্ষ বসে প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে এমন আর হবে না।”
Discussion about this post