ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএলের বল মাঠে গড়াবে বুধবার দুপুরে। কিন্তু এখনো দল ঠিকঠাক মতো গড়তে পারেনি অংশগ্রহনকারী ৭ দল। প্রায় প্রতিটি দলের বিদেশি ক্রিকেটাররাও এসে যোগ দেননি। মাঠে নামার ২৪ ঘন্টা আগেও কাকে মাঠে নামানো হবে সেটা চূড়ান্ত করার সুযোগ নেই।
এরমধ্যে মঙ্গলবার অফিসিয়াল ফটোসেশনেও দেখা গেল সম্বনয়হীনতা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলের অধিনায়কদের ফটোসেশন শুরু হলো ২৫ মিনিট দেরিতে। তারপরও একসঙ্গে পাওয়া যায়নি সাত দলের অধিনায়ককে।
বলা হয়েছিল বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মিরপুর একাডেমি মাঠে হবে এই ফটোসেশন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ, কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন শানাকা, সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন নির্ধারিত সময়ের আগেই হাজির। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেই। দলের প্রতিনিধি হিসেবে ছিলেন মুমিনুল হক। আসেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু দেখা যায়নি রংপুরের মোহাম্মদ নবিকে। ট্রাফিক জ্যামে আটকে ছিলেন তিনি।
ট্রফি উন্মোচন অবশ্য হলো না। যেটা অনেকটাই রেওয়াজ।
এরমধ্যে দুশ্চিন্তার খবর-দলগুলো বিদেশি ক্রিকেটারদের পায়নি। মিরপুরের শেরেবাংলায় বুধবার রংপুর রেঞ্জার্সের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স। দুটো দলই প্রস্তুত নয়। তারপরও রংপুরের অধিনায়ক মঙ্গলবার বলেন, ‘আমার দলে যারা বিদেশি প্লেয়ার আছেন, সবাই অসংখ্য ম্যাচ খেলেছে। সারা পৃথিবীতেই তারা খেলে। সকালে বিমান থেকে নেমে বিকেলে মাঠে নেমে তারা অভ্যস্ত। অতএব এটা এমন বড় কোন ইস্যু হবে না।’ তারপরও দুশ্চিন্তা নেই!
কিন্তু মাঠে নামার আগে এমন ঘটনা যে অস্বস্তিতে রাখছে তা স্পষ্ট। তারপরও দর্শকদের প্রত্যাশা বল মাঠে গড়াতেই ক্রিকেট ধামাকায় মেতে উঠবেন সবাই।
Discussion about this post