ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সুরঙ্গা লাকমলের বলে ম্যাচের দ্বিতীয় ওভারেই হাতের আঙ্গুলের পুরনো চোটে পড়েন তামিম ইকবাল। এরপর ব্যথায় কাতরাতে থাকেন এ বাঁহাতি। শুধু তাই নয় মাঠ ছেড়ে তার আপাতত জায়গা হয়েছে হাসপাতালে।
এর আগে বাংলাদেশ ইনিংসের শুরুতেই কাঁপিয়ে দেন লাসিথ মালিঙ্গা। এক বছরের বেশি সময় পর এ ডানহাতি শ্রীলঙ্কান ওয়ানডে দলে ফিরেই বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন। প্রথম ওভারেই ফিরিয়ে দেন লিটন দাস ও সাকিব আল হাসানকে। তবে এ বিপর্যয় চতুর্থ উইকেট জুটিতে কাটিয়ে তুলেন মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিথুন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ২ উইকেটে ১১৯ রান। উইকেটে রয়েছেন মিথুন ৫৭ ও মুশফিক ৫৪ রানে। তাদের ব্যাটেই পথ খুঁজে নিয়েছে বাংলাদেশ। বিপর্যয়ের মুখে হাল ধরেন এই দুই ব্যাটসম্যান।
এর আগে শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post