টেস্ট ক্রিকেটে সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশের। নেতৃত্বে সাকিব আল হাসান ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের হতাশাই সঙ্গী হয়েছে। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসান-তামিম ইকবালদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ম্যাচ ফি বাড়বে নারী ক্রিকেটারদের।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘ম্যাচ ফি হয়ত বেড়ে যাবে। আরও কী কী করতে পারি সেই চিন্তাভাবনা আছে।’ ঈদের পর এনিয়ে সিদ্ধান্তে আসবে বিসিবি।
জালাল ইউনুস বলেন, ‘দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। টেস্টে কীভাবে আরও ভালো করা যায়, টেস্ট খেলোয়াড়দের জন্য কি কি সুবিধা বা ব্যবস্থা নেওয়া যায় এদিকে আরও বেশি নজর দিতে চাই। যাতে টেস্টে আগ্রহ আরও বাড়ে। একটা টেস্ট দলে যারা খেলবে তাদের যেন পূর্ণ মনোযোগ এখানে থাকে। অনেকে সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি খেলতে চায়। যারা বেশি আগ্রহী, নিবেদিত এদের জন্য কি করা যায় এগুলো নিয়ে বসতে চাচ্ছি। এটার জন্যই ওয়ার্কিং গ্রুপের কথা বলেছেন।’
নিউজিল্যান্ড ক্রিকেট আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে তারাই প্রথম পুরুষ ও নারীদের সমান ম্যাচ ফি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার নিয়ম চালু করেছে। সেটি বাংলাদেশে অবশ্য এখন সম্ভব হচ্ছে না।
মুশফিকসহ তিন ফরম্যাটে খেলা ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় যারা রয়েছেন, তারা মাসে পান ১০ লাখ টাকার ওপরে। ‘এ’ গ্রেডে থাকা একজন ক্রিকেটার শুধু টেস্ট আর ওয়ানডে খেলেই পান সাড়ে ৬ লাখ টাকা। সবচেয়ে নিচে ‘ডি’ গ্রেডে থাকা একজন ক্রিকেটার তিন সংস্করণ খেলে বেতন পান মাসে ৩ লাখ টাকা। অথচ জাহানারা আলম, সালমা খাতুনদের বেতন বাড়িয়েও বৈষম্য ঢের। সর্বোচ্চ ‘এ’ গ্রেডে বেতন ৮০ হাজার টাকা। ‘বি’ গ্রেডে বেতন ৬০ হাজার টাকা। ‘ডি’ গ্রেডে বেতন পান ৩০ হাজার টাকা।
নারী ক্রিকেটারসের ভবিষ্যতে বেতন বাড়ানোর সম্ভাবনার কথা বললেন জালাল, ‘আমরা আশা করছি মেয়েদের ক্রিকেট আরও উন্নতি করবে। আগে থেকে অনেক ভালো করছে। তারা আরও পেশাদার হচ্ছে। আমরা আশা করি আরও হবে। তাদেরও কার্যক্রম বাড়ানো উচিৎ। যেহেতু এটা নিয়ে চিন্তাভাবনার আলাদা বিভাগ আছে, বোর্ডেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা চাইব তাদের পারিশ্রমিক বাড়ানোর।’
পুরুষ ক্রিকেটাররা টেস্টে ম্যাচ ফি পান ৬ লাখ টাকা, ওয়ানডেতে ৩ লাখ ও টি-টুয়েন্টির ২ লাখ। একটি ওয়ানডে খেলে মেয়েরা পান ২৮ হাজার টাকা। টি-টুয়েন্টিতে ম্যাচ প্রতি ১৪ হাজার টাকা।
Discussion about this post