ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের ঘাসে ঢাকা উইকেটে টস জিতে মুমিনুল হক ব্যাটিং নিতে চমকে গিয়েছিলেন অনেকেই। তবে অধিনায়কের সিদ্ধান্ত যৌক্তিক করে তুলেন দুজন। শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্তর দারুণ জুটিতে পথ খুঁজে পায় বাংলাদেশ।
শান্ত-তামিমের ব্যাটে প্রায় ভুলে যাওয়া এক কীর্তির স্মৃতি ফিরে এসেছে। দেশের বাইরের টেস্টে দু’জন গড়েন দ্বিতীয় উইকেটে শতরানের জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে বুধবার দ্বিতীয় সেশনে তামিম আউটের আগে গড়েন ১৪৪ রানের জুটি।
তামিম-শান্ত এই জুটি দিয়ে প্রায় এক যুগ পর বিদেশের মাঠে টেস্টে দ্বিতীয় জুটিতে সেঞ্চুরি পায় বাংলাদেশ দল। সবশেষ সেঞ্চুরি জুটিতেও ছিলেন তামিম ইকবাল। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে। তখন আরেক বাঁহাতি জুনায়েদ সিদ্দিকের সঙ্গে তামিমের তুলেন ১৪৬ রান।
সব মিলিয়ে দেশের বাইরে ৫৬ টেস্ট খেলেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি ছিল তামিম ও ইমরুল কায়েসের ৭০। সেটিও সেন্ট ভিনসেন্টে, ২০১৪ সালে। সেটি টপকান তামিম-জুনায়েদ। দেশের বাইরে টেস্টে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে ১৬৭ রানের জুটি গড়েন তারা।
সব মিলিয়ে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের রেকর্ড ইমরুল কায়েস ও শামসুর রহমান শুভর। শ্রীলঙ্কার বিপক্সে ২০১৪ সালে চট্টগ্রামে দুজন গড়েন ২৩২ রানের জুটি।
এমন কীর্তির দিনে বুধবার তামিম ফেরেন আক্ষেপ নিয়ে। তার ব্যাট থেকে আসে ৯০ রান। তবে স্বস্তির খবর শান্ত-মুমিনুলের ব্যাটে চার বিরতির সময় ২ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২০০ রান।
Discussion about this post