ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিম কোন দলে খেলবেন?
এই প্রশ্নের উত্তর সবাই জানে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোন সমস্যা তৈরি না করলে ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিম মানেই লুৎফর রহমান বাদলের দলে।
মোহামেডানে তাই ছিলেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবেও তাই। নতুন ক্লাব গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স বাদল কিনে নেয়ার পরও সবাই নিশ্চিত ছিলেন-এই দলেও সাকিব-তামিম খেলছেন। কিন্তু বিসিবি প্লেয়ার্স বাই চয়েজ নামের অদ্ভুত এক নিয়ম চালু করে ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিম-বাদলের জুটিটা ভেঙ্গে দেয়!
এই আরোপিত নিয়মের ফাঁপড়ে পড়ে বাদলকে গেল মৌসুমে তামিম-সাকিবকে ছাড়াই খেলতে হয়। এই দুই তারকাকে ছাড়াই তাকে দল সাজাতে হয়। সেই চ্যালেঞ্জও দারুণভাবে নিয়েছিলেন বাদল। মাঝারি শক্তির দল নিয়ে দারুণ সাংগঠনিক দক্ষতায়, দল পরিচালনায় আধুনিক এবং বিজ্ঞানসম্মত ফর্মুলা ব্যবহার করে বাদলের দল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স গেল মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।
হ্যাঁ, সাকিব-তামিমকে ছাড়াই!
তবে এবার নতুন মৌসুমে পুরনো ভালবাসার টানে তামিম ইকবাল ফিরে এসেছেন বাদলের দল-গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে (লিজেন্ডস অব রূপগঞ্জ)। সাকিবও খেলবেন এই দলে। তবে যেহেতু এখনো বিসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলেনি তার। তাই সাকিবের অপেক্ষা বাড়ছে। তাই প্রথমদফায় পুলভুক্ত ক্রিকেটারদের দুদিনের দলবদলে সাকিব অংশ নিতে পারেননি। ক্রিকেটারদের দ্বিতীয়দফা দলবদল হবে ২৬/২৭ আগস্ট। ধারণা করা হচ্ছে-সাকিব তখনই দলবদলে অংশ নেবেন এবং সেই সময় তিনি গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে নাম লেখাবেন। ক্লাবের স্বত্বাধিকারি লুৎফর রহমান বাদল আগাম জানিয়েও রেখেছেন-‘সাকিবই হবে আমার দলের অধিনায়ক।’
সোমবার পুলভুক্ত ক্রিকেটারদের দলবদলের শেষদিনে তামিম ইকবাল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের (লিজেন্ডস অব রূপগঞ্জ) হয়ে সই করলেন। কারওয়ান বাজারে লুৎফর রহমান বাদলের অফিস কার্যালয়ে সোমবার বিকেলে একদল সাংবাদিকদের উপস্থিতিতে তামিম বর্তমান চ্যাম্পিয়ন দলে যোগ দিলেন।
এক অর্থে এক মৌসুম অন্য কোথাও কাটিয়ে তামিম ইকবাল ‘নিজ ঘরে’ ফিরে এলেন!
চলতি ক্রিকেট মৌসুমে ক্রিকেট অন্তপ্রাণ সংগঠক লুৎফর রহমান বাদল লিগ শুরুর আগে আরেকটি চমক দেখিয়েছেন। প্রিমিয়ারের দল কলাবাগান ক্রিকেট একাডেমি কিনে নিয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী মঞ্জুরুল করিম রনি। তবে এই পুরো প্রক্রিয়া ও পরিকল্পনার পেছনে ক্রিকেটমস্তিস্ক একজনেরই-লুৎফর রহমান বাদল।
কলাবাগান ক্রিকেট একাডেমির নতুন মালিকানায় আসা নিয়ে চুক্তিও সই হয়ে গেছে। এই দলটিও এবারের লিগে বেশ শক্তিশালী দল গঠন করছে। জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে দলে টেনে সেই প্রমানই দিল নতুন মালিকানায় আসা কলাবাগান ক্রিকেট একাডেমি।
এদিকে পুলভুক্ত ক্রিকেটারদের দলবদলের শেষদিনে নতুন ক্লাব খুঁজে নিয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক, পেসার রবিউল ইসলাম শিবলু ও ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। এই তিনজন যোগ দিয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রে। ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুবেরও নতুন ঠিকানা হচ্ছে এবার-ভিক্টোরিয়ার স্পোর্টিং ক্লাব।
দুঃখজনক বিষয় হল দুই সেরা স্পিনার সোহাগ গাজী এবং আরাফাত সানিকে কোন দলই ডাকেনি এবার। দুজনেই দলবদলের টোকেন তুলে নিজের পকেটে রেখে দিয়েছেন। আশায় আছেন দ্বিতীয় দফার দলবদলে যদি কোন ক্লাবে খেলার সুযোগ পাওয়া যায়!
-ক্রিকবিডি২৪ রিপোর্ট
Discussion about this post