একটা মিশন শেষ হয়েছে। সামনেই আরেকটা। জুনের প্রথম সপ্তাহে দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। লম্বা সময় ক্রিকেটে থেকে এই মাঝের সময়টায় এখন ছুটির আমেজে জাতীয় দলের ক্রিকেটাররা। অনেকেই তাইতো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন। দারুণ সময় কাটছে মুশফিকুর রহিম-তামিম ইকবালদের।
শ্রীলঙ্কা সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে ছুটি পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা। এই সময়টাতে তাইতো বেশিরভাগই চলে গেলেন দেশের বাইরে।
পরিবার নিয়ে দুবাই গেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম। তার স্ত্রী ও সন্তানরা আছেন সঙ্গে। রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ড ছুটিতে ফিরে গেলেন নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকায়। ছুটি কাটিয়ে তারা যোগ দেবেন দলের সঙ্গে।
আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ছুটির আমেজে আছেন তুরস্ক। পরিবার নিয়ে কাটানো আনন্দময় মুহূর্তের বেশ কিছু ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লিটন দাস একদিন আগেই সস্ত্রীক গিয়েছেন লন্ডনে। সেখানে কয়েকদিন ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা ক্রিকেটার।
জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম আছেন থাইল্যান্ডে। কাজী নুরুল হাসান সোহান গেলেন যুক্তরাষ্ট্রে। সেরা তারকা সাকিব আল হাসান মেডিকেল চেকআপ করাতে গিয়েছিলেন সিঙ্গাপুরে। মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার কথাও আছে তার।
জাতীয় দলের এক সময়ের তারকা নাসির হোসেন স্ত্রীকে নিয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা সাব্বির রহমান গেছেন কানাডায়। সৌম্য সরকার দুই সপ্তাহেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে কাটিয়ে ফিরেছেন দেশে।
Discussion about this post