ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঠিক ফেভারিটের মতোই দাপট ফিরে পেয়েছে ঢাকা প্লাটুন। চেনা ছন্দের দেখা পাচ্ছেন দলের তারকা ক্রিকেটাররা। বঙ্গবন্ধু বিপিএলে সোমবার শুরুতে ব্যাট হাতে দাপট দেখালেন তামিম ইকবাল ও আসিফ আলি। তারপর রাজশাহী রয়্যালসের ব্যাটসম্যানদের বিপাকে ফেললেন ওয়াহাব রিয়াজ। মাশরাফি বিন মর্তুজার দল পেয়ে গেল অনায়াস জয়।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় ম্যাচে মিরপুরে ৭৪ রানে জিতেছে ঢাকা। এই জয়ে ৮ ম্যাচে ঢাকা প্লাটুন ১০ পয়েন্ট। ৭ ম্যাচে সমান পয়েন্ট রাজশাহীরও। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ১৭৪ রান। জবাবে নেমে ১৬.৪ ওভার মাত্র ১০০ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।
বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে হাফসেঞ্চুরি তুলে নেন তামিম ও আসিফ। এরপর ওয়াহাব শিকার করেন ৫ উইকেট। ম্যাচটা এই পাকিস্তানিরই হয়ে থাকল।
যদিও জবাবে শুরুটা মন্দ ছিল না রাজশাহীর। ৩.১ ওভারে দলের যখন ৩৯ রান তখন ফেরেন লিটন দাস (১০)। তারপরই একই ওভারে অলক কাপালি ও শোয়েব মালিককে ফিরিয়ে ওয়াহাব রিয়াজ দৃশ্যপট পাল্টে দেন। তারপর শুধু হতাশাই সঙ্গী হয়েছে তাদের। একের পর এক উইকেট হারিয়ে দল। প্রতিরোধ গড়তে পারেন নি কোন ব্যাটসম্যান।
ওয়াহাব রিয়াজ ৩.৪ ওভারে ১ মেডেনসহ ৮ রানে নেন ৫ উইকেট। তার বোলিং ফিগার ৩.৪-১-৮-৫! ম্যাচসেরা তিনি ছাড়া আবার কে?
ছয় ক্যাচ নিয়ে বিপিএলে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন বদলি কিপার জাকের আলী। পিঠের ব্যথায় ফিল্ডিংয়ে নামতে পারেন নি ঢাকার নিয়মিত কিপার এনামুল হক বিজয়। তার বদলে খেলতে নেমে চমক দেখালেন জাকের। টি-টুয়েন্টি ইতিহাসে তার ৬ ডিসমিসালের চেয়ে বেশি ডিসমিসাল আছে শুধু একটি।
এর আগে বিপর্যয়ের মুখে আসিফ আলিকে দারুণ লড়াই করেন তামিম ইকবাল। ৭.৪ ওভারে অবিচ্ছিন্ন থেকে দু’জন গড়েন ৯০ রানের জুটি। ৪৪ বল খেলে ফিফটি তুলেন তামিম। আসিফ চার ছক্কার ঝড় তুলে ২৪ বলে হাফসেঞ্চুরি করেন।
৫২ বলে ৬৮ রানে অপরাজিত তামিম। ইনিংসে তিন ছক্কা ও চারটি চার। আসিফ ২৮ বলে ৫৫ রানে অপরাজিত। চার ছক্কা ও সমান চারে ইনিংস সাজান তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৭৪/৫ (তামিম ৬৮*, এনামুল ১০, রিস ৯, মেহেদি ২১, আরিফুল ৭, মাশরাফি ০, আসিফ ৫৫*, রাসেল ৪-০-৩৭-১, ইরফান ৪-০-২৯-০, আফিফ ২-০-১২-০, মালিক ৩-০-১৩-১, রাব্বি ২-০-২১-০, বোপারা ২-০-১৭-১, ফরহাদ ৩-০-৪৪-২)।
রাজশাহী রয়্যালস: ১৬.৪ ওভারে ১০০/১০ (লিটন ১০, আফিফ ২৮, কাপালী ০, মালিক ০, বোপারা ১০, নাহিদুল ১৪, রাসেল ৭, ফরহাদ ০, তাইজুল ৮, রাব্বি ৭, ইরফান ১*; মাশরাফি ৩-০-৩০-০, মেহেদি ১-০-৮-০, মাহমুদ ৪-০-২৪-১, ওয়াহাব ৩.৪-১-৮-৫, রিস ২-০-১১-১, শাদাব ৩-০-৯-১)
ফল: ঢাকা প্লাটুন ৭৪ রানে জয়ী
ম্যাচসেরা: ওয়াহাব রিয়াজ
Discussion about this post