চার দিন হাসপাতালে কাটানোর পর আজ (শুক্রবার) দুপুরে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা নেওয়ায় বড় কোনো বিপদ এড়াতে পেরেছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার। তবে এই পুরো সময়ে ভাইয়ের পাশে ছায়ার মতো ছিলেন নাফিস ইকবাল। ছোট ভাইকে বাসায় ফেরানোর পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন নাফিস।
নিজের ফেসবুক পেইজে নাফিস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের প্রার্থনায় তামিম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকা তার সকল শুভাকাঙ্ক্ষী, বিসিবি, আমাদের পরিবার, চিকিৎসক এবং বন্ধুদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং প্রার্থনা আমাদের কাছে পৃথিবীকে অর্থবহ করে তুলেছে। সেখানে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’
তামিমের অসুস্থতার খবরে পুরো দেশ চিন্তিত হয়ে পড়লেও, সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলেন তার পরিবার ও কাছের মানুষরা। আর এই সময়ে নাফিস ইকবাল ছিলেন তার সবচেয়ে বড় ভরসা। ছোট ভাইয়ের সুস্থতা নিশ্চিত করতে তিনি ছিলেন চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে। হাসপাতাল থেকে তামিমকে বাসায় নিয়ে যাওয়ার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন নাফিস।
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার ভক্ত, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছিলেন। বিসিবি, চিকিৎসক, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাফিস জানিয়েছেন, তাদের সমর্থনই কঠিন সময়ে শক্তি যুগিয়েছে পরিবারকে।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন তামিমকে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে। সুস্থ হয়ে পুরোপুরি ফিট হতে কয়েক মাস সময় লাগতে পারে।
Discussion about this post