হাবিবুল বাশারকে টপকে যাওয়া তার জন্য সময়ের ব্যাপার মাত্র ছিল। সেই সময়ের ব্যবধানটা চুকে গেল শনিবার। ফতুল্লা টেস্টের চতুর্থ দিন সকালেই অগ্রজ বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হলেন তামিম। সাবেক অধিনায়ক এতোদিন ৩ হাজার ২৬ রান করে ছিলেন শীর্ষে। ৫০ টেস্ট খেলা হাবিবুলকে তামিম ছাড়িয়ে গেলেন ৪০ টেস্টে। অসাধারন সাফল্য! ওয়ানডে ক্রিকেটেও দেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিমের।
অবশ্য এমন এক দিনে ইনিংসটাকে স্মরনীয় করে রাখা হল না। মাত্র ১৯ রান করে রবিচন্দন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরেন তামিম। এরপর বৃষ্টির সেই ধারাবাহিকতাটাও ছিল! সব মিলিয়ে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের ১ম ইনিংসে রান ৩ উইকেট হারিয়ে ১১৩। ৫৯ রানে অপরাজিত ইমরুল কায়েস। ইনফর্ম মমিনুল হক করেন ৩০। ২ রানে ফিরে যান অধিনায়ক মুশফিক।
এর আগে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত।
Discussion about this post