তামিম ইকবালই যে বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন সেটা বারবারই প্রমাণ দিচ্ছেন। যতো সময় যাচ্ছে আরো বেশি পরিনত হয়ে উঠছেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তারই ঝলক দেখা গেল। ব্যাট হাতে দারুণ সফল চিটাগং ভাইকিংসের অধিনায়ক।
তামিম বিপিএলে চারশ’ রান পেরোনো সংগ্রহ গড়েছেন এবার। ১৩ ইনিংসে ৪৭৬ রান করেছেন তিনি। যার গড় ৪৩.২৭। স্ট্রাইক রেট ১১৫.৮১। বিপিএলে হাজার রান ক্লাবেও প্রবেশ করেছেন ভাইকিংস অধিনায়ক। যেখানে তিনি ছাড়া আছেন মুশফিকুর রহিম (১১৭২) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (১০৮৮)। তামিমের ১০২৬।
ব্যাটে-বলে দুটোতেই সফল মাহমুদুল্লাহ। তাইতো টুর্নামেন্টসেরার পুরস্কার তারই। তার ব্যাটে এসেছে ৩৯৬ রান। সঙ্গে নিয়েছেন ১০ উইকেট।
এবারের বিপিএলে একটি মাত্র সেঞ্চুরি হয়েছে। যেটি করেছেন সাব্বির রহমান। তার ব্যাট থেকে আসে ১২২। সব মিলিয়ে টুর্নামেন্টে ২৬.৯২ গড়ে তার সংগ্রহ ৩৭৭ রান। চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা ব্যাট হাতে দারুণ সফল। তিনি করেছেন ৩৭০ রান।
বিপিএলের সেরা ৫ ব্যাটসম্যান-
নাম | দল | রান | স্ট্রাইক রেট | সর্বোচ্চ | গড় |
তামিম ইকবাল | চিটাগং ভাইকিংস | ৪৭৬ | ১১৫.৮১ | ৭৫ | ৪৩.২৭ |
মাহমুদউল্লাহ | খুলনা টাইটানস | ৩৯৬ | ১১৮.২০ | ৬২ | ৩৩.০০ |
সাব্বির রহমান | রাজশাহী কিংস | ৩৭৭ | ১১৭.৮১ | ১২২ | ২৬.৯২ |
কুমার সাঙ্গাকারা | ঢাকা ডায়নামাইটস | ৩৭০ | ১১৫.৬২ | ৬৬ | ২৮.৪৬ |
মোহাম্মদ শাহজাদ | রংপুর রাইডার্স | ৩৫০ | ১১০.০৬ | ৮০* | ৩৮.৮৮ |
Discussion about this post