বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আবারও প্রমাণ করলেন, ক্রিকেট তার কাছে শুধু মাঠের খেলা নয়, বরং মানুষের মর্যাদা ও সমতার জায়গাও। মঙ্গলবার প্রতিবন্ধী ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে তিনি জানালেন, খেলোয়াড়দের মধ্যে ভেদাভেদ করার কোনো প্রয়োজন নেই।
অনুষ্ঠানে তামিম বলেন, যারা দেশের প্রতিনিধিত্ব করেন তারা সবাই ক্রিকেটার। তিনি পরিষ্কারভাবে জানান, ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’, ‘মহিলা ক্রিকেটার’ কিংবা অন্য কোনো বিশেষ পরিচয়ে আলাদা করার দরকার নেই,‘সবাই সমান হলে ট্যাগের প্রয়োজন কেন? মাঠে যারা খেলছেন, তারা কেবল ক্রিকেটার-এটাই যথেষ্ট।’
তামিমের মতে, প্রতিবন্ধী ক্রিকেটারদের কোনো অতিরিক্ত চাওয়া-পাওয়ার নেই। তারা খেলে আনন্দের জন্য, দেশের জন্য। তাদের হাসিমুখ নিশ্চিত করতে বিসিবি ও সরকারের বাড়তি সহায়তা প্রয়োজন। এতে শুধু তাদেরই নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিও হবে সমৃদ্ধ।
এশিয়া কাপ নিয়েও নিজের অনুভূতি প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তার বিশ্বাস, পুরো জাতির দোয়া ও সমর্থন নিয়ে বাংলাদেশ দল অবশ্যই ভালো করবে, ‘অবশ্যই আশা করি, এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে। আমাদের সবার দোয়া আছে সবার সঙ্গে।’
Discussion about this post