বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন তিনি। চুটিয়ে খেলছেন বিশ্বের নামী ফ্রাঞ্চাইজি লিগগুলোতে। একইভাবে জাতীয় দলের হয়ও তিনি দারুণ সফল। ব্যাট-বল দুটোই সমান দাপট। তারই পথ ধরে রেকর্ডও তার হয়ে কথা বলছে। এইতো শুক্রবার আরেকটি মাইলকফলক পেরিয়ে গেলেন সাকিব আল হাসান। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে সেই ল্যান্ডমার্কে পা রাখেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক গড়েন সাকিব।
ব্যাটিংয়ে নামার আগে ৯ হাজার রানের মাইলফলক থেকে ৪৫ রান দূরে ছিলেন তিনি।
শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় টেস্টের ১ম ইনিংসে ৫৯ রান সাকিব। ২০তম টেস্ট ফিফটি করার পথে ৯ হাজার রান পূর্ণ করেন তিনি। টেস্ট-ওয়ানডে আর টি-টুয়েন্টি মিলিয়ে টাইগারদের হয়ে এই রান করেছেন তিনি।
তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে এর আগে এই রান করেন তামিম ইকবাল। এবার তারই বন্ধু প্রবেশ করলেন সেই অভিজাত ক্লাবে। সাকিবের অবশ্য ৩০০ প্লাস উইকেটও রয়েছে।
তিন ফরম্যাটে এখথন সাকিবের রান ৯০১৪। টেস্টে ৩২০৫, ওয়ানডেতে ৪৬৫০ এবং টি-টুয়েন্টিতে ১১৫৯ রান করেন সাকিব। সেঞ্চুরি ১০টি। হাফসেঞ্চুরি ৫৮টি।
Discussion about this post