ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ বছর বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কেটেছে তার। কিছুতেই দেখা মিলছিল না ফর্মের। শেষ পর্যন্ত বিশ্রামেই চলে যান তিনি। এরপর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থেকেছেন। খেলা হয়নি ভারত সফরে। বঙ্গবন্ধু বিপিএল দিয়েই ফের মাঠে তামিম ইকবাল। প্রথম ম্যাচটা ভাল না কাটলেও দ্বিতীয় ম্যাচেই সেই চেনা ছন্দে এই ওপেনার। তুলে নিয়েছেন ফিফটি। ব্যাটে চমকের পর থিসারা পেরেরা নেন পাঁচ উইকেট। তার পথ ধরে কুমিল্লা ওয়ারিয়র্সকে হারিয়ে এবারের বিপিএলে প্রথম জয় পেল ঢাকা প্লাটুন।
শুক্রবার ছুটির দিনে কুমিল্লাকে ২০ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা।
সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬০ রানে আটকে যায় কুমিল্লা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চমক দেখান পেরেরা। ব্যাট হাতে সাতটি চার ও এক ছক্কায় ১৭ বলে করেন ৪২ রান । এরপর এই শ্রীলঙ্কান নেন ৩০ রানে ৫ উইকেট।
অবশ্য ঢাকার রান পাহাড়ের সামনে কিছু করার ছিল না। তবে শুরুটা ছিল ভাল। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান করে কুমিল্লা। কিন্তু ৮ উইকেট হাতে নিয়ে শেষ ১১ ওভারে কিছু করার হল না। পেরেরা, ওয়াহাব রিয়াজ, শহীদ আফ্রিদির বোলিংয়ে কুপোকাত তারা।
সৌম্য সরকার করেন ২৬ বলে ৩৫। এরপর দ্বাদশ ওভারে প্রথমবার বল হাতে টানা দুই বলে সাব্বির রহমান ও অধিনায়ক দাসুন শানাকাকে ফেরান পেরেরা। ডেভিড মালান ৩৬ বলে ৪০ রান করেন। নিজের শেষ ওভারে মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার ও সানজামুল ইসলামকে আউট করে ৫ উইকেট পূরণ করেন পেরেরা।
এর আগে ব্যাট হাতে দাপট দেখান তামিম। ৪০ বলে ফিফটি করেন তিনি। লরি ইভান্স ২৪ বলে ২৩ রান করে আউট। ৫৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭৪ রান তুলেন তামিম। পেরেরার তাণ্ডবে শেষ ৬ ওভারে ঢাকা তুলে ৮৫ রান।
৩৯ রানে ২ উইকেট নেন সৌম্য। তবে হাসিমুখে মাঠ ছাড়া হয়নি।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা প্লাটুন: ২০ ওভারে ১৮০/৭ (এনামুল ০, তামিম ৭৪, মেহেদি ১২, ইভান্স ২৩, থিসারা ৪২*, আফ্রিদি ৪, ওয়াহাব ০, মাশরাফি ৯, হাসান; মুজিব ৪-০-১৫-১, আল আমিন ৪-০-২৯-০, আবু হায়দার ৩-০-২৯-১, শানাকা ৪-০-৪৮-২, সৌম্য ৪-০-৩৯-২, সানজামুল ১-০-১৫-০)।
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৬০/৯ (রাজাপাকসে ২৯, ইয়াসির ৩, সৌম্য ৩৫, মালান ৪০, সাব্বির ৪, শানাকা ০, মাহিদুল ৩৭, আবু হায়দার ০, সানজামুল ১, মুজিব ৪*, আল আমিন ২*; মাশরাফি ৩-০-২৭-১, মেহেদি ৪-০-২৮-১, শুভাগত ১-০-১৪-০, হাসান ২-০-১৭-০, ওয়াহাব ৩-০-১৬-২, আফ্রিদি ৩-০-২৪-০, থিসারা ৪-০-৩০-৫ )।
ফল: ঢাকা প্লাটুন ২০ রানে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা
Discussion about this post