ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের পথচলাটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে জিততে জিততে শেষ পর্যন্ত হেরে বসে দলটি। এজন্য অনেকেই তামিম ইকবালের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন। তবে দলটির কোচ সোহেল ইসলাম অধিনায়ক হিসেবে তামিম ইকবালের উপরই আস্থা রাখছেন। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমের অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তাদের।
সোহেল বলেন, ‘অধিনায়কই তো আসলে ক্রিকেট খেলায় মাঠ নিয়ন্ত্রন করে। এটা তো বুঝতে হবে। তামিমের মতো ছেলে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছে এবং অনেক জায়গায় অধিনায়কত্ব করেছে। অধিনায়কত্ব নিয়ে বা মাঠের মধ্যে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই।’
নিজেদের প্রথম ম্যাচের শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের হাতে বল তুলে দিয়ে বিতর্কিত হয়েছিলেন তামিম। মিরাজের ঐ ওভারে খুলনার প্রয়োজন ছিল ২২ রান, আরিফুল ৫ বলেই নেন ২৪ রান। তবে তামিমের সিদ্ধান্তে বা অধিনায়কত্বে সমস্যা ছিল, এমনটি মানতে নারাজ সোহেল, ‘আমাদের পুরো বিশ্বাস আছে। তার যেটা ভালো মনে হয়েছে সেটাই সে প্রয়োগ করেছে, চেষ্টা করেছে। হয়তো যার ওপর বিশ্বাস রেখেছিল, সে ওরকম পারফর্ম করতে পারেনি। তার মানে এই না যে অধিনায়কত্বে সমস্যা ছিল। এরকম চিন্তা করার সুযোগই নেই।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো ভয় নেই এবং দ্বিধা নেই। আমরা সব খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফ আছি, আমরা তামিমকে সর্বোচ্চ সমর্থন করার চেষ্টা করছি। এবং আমরা আশা করছি আমরা ভালো করবো।’
Discussion about this post