তিনি চট্টগ্রামের ছেলে। গতবারও খেলেছেন চিটাগংয়ের হয়ে। কিন্তু এবার তামিম ইকবাল নাম লেখাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। পুরোটাই পেশাদ্বারিত্ব। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই দল থেকে মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। জানা গেছে তামিমকে দলে টানতে কুমিল্লার খরচ করতে হচ্ছে ৮৫ লাখ টাকা।
কুমিল্লার গত আসরটা ভাল যায়নি। যদিও বিপিএলের তৃতীয় আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে বাজিমাত করে তারা। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শিরোপা জিতে। এবার মাশরাফি না থাকায় আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে তামিমকে। মাশরাফি যাচ্ছেন রংপুর রাইডার্সে।
পঞ্চম বিপিএলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া সব দলেরই আইকন ক্রিকেটার পরিবর্তন হয়েছে। গতবারের মতো এবারো সাকিব খেলবেন ঢাকায়। আর রিয়াদ আছেন খুলনার সঙ্গে। মুশফিকুর রহীম বরিশাল ছেড়ে নাম লিখিয়েছেন রাজশাহী কিংসে। আগের আসরে রাজশাহীর আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এই আসরে সাব্বিরকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স সিলেটে। বরিশাল বুলসের আইকন মুস্তাফিজুর রহমান।
সব কিছু ঠিক থাকলে এবারের বিপিএল শুরু হবে আগামী ২ নভেম্বর। মাঠের লড়াইয়ের আগে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
Discussion about this post