শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাঠে নামার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যার প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে লাল দল ও সবুজ দল।
লাল দলের নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল, সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় সবুজ দলের তামিম।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে। শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।
প্রথম প্রস্তুতি ম্যাচের দুই দলের একাদশ-
লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
Discussion about this post