তারা দুই বন্ধু। আর সেটা মাঠের বাইরে নয়, মাঠেও। এমন সৌজন্যবোধ তো তারা দেখাতেই পারেন! ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু সেরা ট্রফি উঠেছে সাকিব আল হাসানের হাতে। কলম্বো টেস্টে রোববার নিজের ম্যাচসেরার স্বীকৃতি সাকিবকেই দিলেন তামিম। নিজেদের শততম টেস্টে টাইগাররা শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারাল।
ম্যাচ শেষে টেন ক্রিকেটের সঙ্গে কথা বলতে গিয়ে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড জানালেন সাকিবের বদন্যতায় সেরা হলেন তামিম। কারণটাও সংগত। ম্যাচের শেষ দিনে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ছিল ১৯১ রান। চাপ কাটিয়ে তামিম খেলেন ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস। যদিও কাগজ-কলমে এগিয়ে ছিলেন সাকিবই। ১ম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি (৫ বার) ম্যাচসেরা হয়েছেন সাকিব। ৩ বার হয়ে মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।
Discussion about this post