ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লড়াইটা বেশ জমে উঠেছে তাদের। একবার তামিম ইকবাল এগিয়ে যান তো আবার মুশফিকুর রহিম। চলতি ক্যান্ডি টেস্টেই দেখা গেল এমন দৃশ্যপট। পালেকেল্লে স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন ৯০ রানের ইনিংস খেলে মুশফিকুর রহীমকে পেছনে ফেলেন তামিম ইকবাল। কিন্তু তৃতীয় দিনেই ফের নাম্বার ওয়ানে মুশফিক। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান এই তারকা ক্রিকেটারেরই।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টের আগে ৪৫৩৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। দুইয়ে থাকা ওপেনার তামিমের রান ছিল ৪৫০৮। কিন্তু বুধবার ম্যাচের প্রথম দিন ৯০ রানের ইনিংস খেলে পেছনে ফেলেন মুশিকে। শেষ অব্দি তার রান দাঁড়ায় ৪৫৯৮ রান।
কিন্তু শুক্রবার সকালেই ফের নিজের রেকর্ড আবার ফিরে পেলেন মুশফিক। ক্যারিয়ারের ২৩তম ফিফটির ম্যাচে করেন ৬৮ রান। এই ইনিংস খেলার পথে পেছনে ফেলেন তামিমকে। অপরাজিত থাকা মুশফিক ৬৮ রান করতে খেলেছেন ১৫৬ বল।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
ব্যাটসম্যান রান শতক
মুশফিকুর রহীম – ১৩৫ ইনিংসে ৪৬০৫ রান, সেঞ্চুরি ৭টি
তামিম ইকবাল – ১২০ ইনিংসে ৪৫৯৮ রান, সেঞ্চুরি ৯টি
সাকিব আল হাসান – ১০৬ ইনিংসে ৩৯৩০ রান, সেঞ্চুরি ৫টি
মুমিনুল হক – ৭৯ ইনিংসে ৩১৭৫ রান, সেঞ্চুরি ১১টি
হাবিবুল বাশার – ৯৯ ইনিংসে ৩০২৬ রান, সেঞ্চুরি ৩টি
Discussion about this post