সাকিবের পর এবার কী তাহলে তামিম? মিরপুরের হোম অব ক্রিকেটে ভাসছে গুঞ্জন! দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরইমধ্যে দুই টেস্টের জন্য এই অলরাউন্ডারের ছুটি মঞ্জুর করেছে। যদিও ৬ মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব। এবার শোনা যাচ্ছে সাকিবের পথে হাটতে যাচ্ছেন তারই বন্ধু, সতীর্থ তামিম ইকবাল। গুঞ্জন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সময় ছুটির কথা ভাবছেন তিনি!
বিশ্ব একাদশের হয়ে ক্রিকেট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন তামিম। দেশে ফিরেই নাকি তিনি বিসিবিতে ছুটির আবেদন করবেন। তবে এই খবরের সত্যতা এখনো মিলেনি। এই ছুটির ব্যাপারে কিছুই জানেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আকমরান খান, যিনি তামিমের চাচা। তিনি বৃহস্পতিবার বললেন, ‘তামিম তো এখন পাকিস্তানে। দেশে আসুক, তারপর সব কিছু স্পষ্ট হবে। এখনও এ বিষয়ে কোনো কিছু জানি না আমি।’
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘না, এ বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না। তামিম ছুটি চাইতে পারে, এমন গুঞ্জনও আমার কানে আসেনি। এনিয়ে এখনই কিছু বলার পরিস্থিতি আসেনি।’
আগামী ১৭ সেপ্টেম্বর ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুশফিক-মুস্তাফিজরা। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম টেস্ট শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ১৫, ১৮ ও ২২ অক্টোবর। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ ২টি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৬ ও ২৯ অক্টোবর।
Discussion about this post