প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন মুমিনুল হক। রোববার দুপুর গড়াতেই তুলে নিলেন শতরান। টানা দুই ইনিংসে পেলেন তিন অঙ্কের ম্যাজিকেল স্কোর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসেই শতরান করলেন মুমিনুল। তার আগেই অবশ্য অনবদ্য এক রেকর্ড গড়েছেন লিটল ডায়নামাইটস নামে পরিচিত এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে গড়েছেন দারুণ প্রতিরোধ। এরই পথ ধরে তামিম ইকবালকে ছাড়িয়ে এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন তার।
রেকর্ডটি এতদিন ছিল তামিমের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ করার পর দ্বিতীয় ইনিংস ২০৬ রান করে এক টেস্টে ২৩১ রান তুলে এ ওপেনার। এবার চ্টগ্রামে তার কীর্তিকেও ছাড়িয়ে গেলেন মুমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও এ রিপোর্ট লেখার সময় শতরান করে ফেলেছেন।
এই রেকর্ডে এরপরই আছেন সাকিব। গতবছর ওয়েলিংটনে ২১৭ করার পর দ্বিতীয় ইনিংসে অবশ্য কোন রান পাননি। আর চতুর্থ অবস্থানে থাকা মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালের গল টেস্টে ১৯০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ২২ রানে অপরাজিত ছিলেন।
এক টেস্টে বেশি রান নিয়েছেন যারা
নাম প্রতিপক্ষ সাল প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ মোট রান
মুমিনুল হক শ্রীলঙ্কা ২০১৮ ১৭৬ ১০১* ১৭৬ ২৭৭*
তামিম ইকবাল পাকিস্তান ২০১৫ ২৫ ২০৬ ২০৬ ২৩১
সাকিব আল হাসান নিউজিল্যান্ড ২০১৭ ২১৭ ০ ২১৭ ২১৭
মোহাম্মদ আশরাফুল শ্রীলঙ্কা ২০১৩ ১৯০ ২২ ১৯০ ২১২
মুমিনুল হক শ্রীলঙ্কা ২০১৩ ১৮১ ২২* ১৮১ ২১২
Discussion about this post