অনেক দিন ধরেই খবরটা ভাসছিল বাতাসে। তিনি বিদায় বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেই গুডবাই বলে দিলেন। বাংলাদেশের হয়ে আর ২০ ওভারের ক্রিকেটে দেখা যাবে না তামিম ইকবালকে। এই খবরে তোলপাড় করে দিয়েছেন চারপাশ! আলোচনায় থাকা ওয়ানডে ক্যাপ্টেনকে ছাড়াই উইন্ডিজ সফর শেষে ফিরছে বাংলাদেশ দল।
মোট দুই ধাপে দেশে ফিরবে বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেটাররা। ২০ ও ২১ জুলাই ঢাকায় আসবে দল। তবে দলের সঙ্গী হচ্ছেন না তামিম। তবে ছুটি কাটাতে লন্ডন যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। কয়েক দিন সেখানে থেকে তারপর দেশে ফিরবেন তিনি।
২০ জুলাই বিকালের দিকে টাইগারদের বহনকারী বিমান অবতরণ করার কথা রয়েছে। টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে ভরাডুবির পর শেষটা ভাল হয়েছে বাংলাদেশের। ওয়ানডেতে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তামিমের দল। অবশ্য দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। চলতি মাসেই জিম্বাবুয়ে সফর। ২৭ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। সেখানে ৩টি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
চার বছর পর পূর্ণাঙ্গ সফর শেষে একসঙ্গে ফেরা হচ্ছে না উইন্ডিজ থেকে। টিকিট সংক্রান্ত জটিলতা থাকায় সবাই একসঙ্গে ফিরতে পারছেন না। বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে সরাসরি নিজ নিজ দেশে ছুটিতে যাবেন। হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।
তবে সহসাই শেষ হবে ছুটি। জিম্বাবুয়েতে টাইগারদের প্রথম ওয়ানডে ৩০ জুলাই।
Discussion about this post