টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হার! শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে পরাজয়ে পথটা কঠিন হয়ে যায়। সমীকরণ ছিল এমন-শনিবার হারলেই এসিসি ইমার্জিং কাপ থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের। ঠিক এ অবস্থায় ওমানের বিপক্ষে দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ। কলম্বোতে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠিয়ে রান রেট বাড়িয়ে নিতে চেয়েছে দল। সেই পরিকল্পনায় শতভাগ সফল দল। তুওমান আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৬ রানে অলআউট। এরপর ১৬.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে। এখানে জিততে পারলে বাংলাদেশ খেলতে পারবে সেমি-ফাইনাল।
শনিবার পেসার তানজিম হাসান। দুর্দান্ত বোলিং করেন। এরপর ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ফিফটি করলেন তানজিদ হাসান। কলম্বোয় ইমার্জিং টিমস এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে ওমানের বিপক্ষে ৮ উইকেটে জিতল বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচটিতে প্রতিপক্ষকে ১২৬ রানে আটকে রেখে ২০১ বল বাকি থাকতেই অনায়াস জয়!
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশে না থাকা তানজিম জয়ের নায়ক। ৯ ওভারে মাত্র ১৮ দিয়ে ৪ উইকেট তুলেন তিনি। তানজিদ খেলেন ৪৯ বলে ৬৮ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেন ১১ চারে ৩৯ বলে ৫১ রান।
রকিবুল হাসান, মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট নেন। ৭টি চারে ৪৭ রান করেন মোহাম্মদ নাঈম শেখ।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
ওমান ইমার্জিং দল: ৪৬ ওভারে ১২৬ (প্রজাপতি ২২, রউফ ২, ইলিয়াস ০, আয়ান ২৬, শুব ২৫, শোয়াইব ২৩, ওয়াসিম ৬, ফায়াজ ৫, জয় ২*, কালিমুল্লাহ ০, বিলাল ৪; রিপন ৭-২-১৮-১, তানজিম ৯-২-১৮-৪, রকিবুল ১০-২-৩২-২, মেহেদি ১০-১-২৯-১, মাহমুদুল ৯-১-২১-২, সৌম্য ১-০-২-০)
বাংলাদেশ ইমার্জিং দল: ১৬.৩ ওভারে ১৩০/২ (নাঈম ৪৭, তানজিদ ৬৮, সাইফ ০, জাকির ১১; কালিমুল্লাহ ৪-১-৩৭-০, ফায়াজ ২-০-১৫-০, বিলাল ৩-০-৩৩-০, জয় ৪-০-২০-০, ইলিয়াস ২.৩-০-১৭-২, ওয়াসিম ১-০-৪-০)
ফল: বাংলাদেশ ইমার্জিং দল ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিম হাসান
Discussion about this post