ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর এক ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শক্তিশালী স্কোর গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটিংয়ের শুরুতে কিছু ধাক্কা খেলেও তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটি, জাকের আলীর দায়িত্বশীল ব্যাটিং এবং শেষের দিকে মেহেদীর বিস্ফোরক ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করেছে তারা।
ইনিংসের প্রথম বলেই আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তানজিদের জন্য, তবে নো বলের সুবাদে জীবন পান তিনি। সুযোগ পেয়েই তিনি আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তবে তার ওপেনিং সঙ্গী সাইফ হাসান হতাশ করেন, মাত্র ৫ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। তিন নম্বরে নামা সৌম্য সরকারও সুবিধা করতে পারেননি, ১৫ রানে লেগ বিফোর উইকেট হন।
তানজিদ নিজের ফর্ম ধরে রেখে মাত্র ৪৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি, ৬১ রানে নুহায়েল সানদিদের বলে বোল্ড হয়ে ফেরেন। দ্রুতই মাহমুদুল হাসান জয় (১৩) এবং আফিফ হোসেন (৪৯ বলে ২৯) আউট হয়ে গেলে রূপগঞ্জ কিছুটা চাপে পড়ে যায়।
১৫১ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন হাল ধরেন সামিয়ান বশির রাতুল ও জাকের আলী। তাদের ৯১ রানের জুটি রূপগঞ্জকে শক্ত অবস্থানে নিয়ে যায়। রাতুল ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন। এরপর জাকের ধৈর্য ধরে ব্যাট করে ৭২ বলে ফিফটি পূর্ণ করেন এবং ইনিংসের শেষ পর্যন্ত ৮৫ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন।
ইনিংসের শেষ দিকে মইনুল ইসলাম ও অন্যান্য বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন মেহেদী। মাত্র ১৫ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান।
লিজেন্ডস অব রূপগঞ্জ- ২৯৮/৬ (৫০ ওভার) (তানজিদ ৬১, আফিফ ২৯, রাতুল ৪০, জাকের ৭৩*, মেহেদী ৩৫*; হুসনা মেহেদী ২/৫৩
Discussion about this post