ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুদিন আগেই তার স্পিন উত্তাপ পেয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাঠে দুটো দলের বিপক্ষেই ঘূর্ণি বলে ঝড় তুলেছেন। বল হাতে ঘূর্ণি যাদু দেখিয়েছেন তিনি। জাতীয় দলের মিশন শেষে ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত বল করলেন তাইজুল ইসলাম। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বল হাতে ৬ উইকেট নিয়ে মধ্যাঞ্চলকে দ্রুত অলআউট করেন বাঁহাতি এই স্পিনার।
বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে পূর্বাঞ্চল বিনা উইকেটে করেছে ২ রান। পূর্বাঞ্চলের লিড এখন ২০৩ রানের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ৮ উইকেটে ৩৮০ রানে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। ১৩৩ বলে মাহমুদুল হাসান করেন ৯৪ রান।
এরপর জবাব দিতে নেমে মধ্যাঞ্চল প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই ব্যর্থ। এরমধ্যে পিনাক ঘোষ করেন ৫১ রান। মোসাদ্দেক হোসেনের ব্যাটে ৫৭। তাইজুল ৯২ রানে নেন ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৮.৫ ওভারে ৪২৫/১০ (মাহমুদুল ৯৪, আবু জায়েদ ১৬*, খালেদ ০; তাসকিন ৪/৯৬, শাহাদাত ০/১৭, আবু হায়দার ২/৮৫, মোসাদ্দেক ২/৯৭, মোশাররফ ২/৯১, শান্ত ০/২২, সাইফ ০/১১)
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৭২.১ ওভারে ২২৪/১০ (সাইফ ২২, পিনাক ৫১, শান্ত ৩, মজিদ ২৪, মার্শাল ১৫, মোসাদ্দেক ৫৭, জাকের ২৪, মোশাররফ ৬, আবু হায়দার ৬, তাসকিন ৯; আবু জায়েদ ১/৪৭, তাইজুল ৬/৯২, নাঈম ২/৪৪, খালেদ ১/৩৪)
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ১ ওভারে ২/০ (রনি ১*, ইমরুল ১*; তাসকিন ০/২)
Discussion about this post