সেই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই তিনি রয়েছেন মাঠের বাইরে। চোটে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেও খেলতে পারছেন না তামিম ইকবাল। তবে সুখবর। ইনজুরি অনেকটাই সামলে উঠেছেন এই ব্যাটসম্যান। কুমিল্লা ভিক্টোয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন আশা করছেন বিপিএলের ঢাকা পর্ব থেকে মাঠে ফিরবেন তামিম।
বিপিএলে ঢাকা পর্বের খেলা শুরু হবে আগামী ১১ নভেম্বর থেকে।
এবার কুমিল্লার অধিনায়ক হয়েছেন তামিম। ছেড়ে দিয়েছেন চিটাগাং ভাইকিংস।
তবে মাঠে নামা হচ্ছিল না তার। এরইমধ্যে ধাক্কা সামলে উঠে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন। তারপরই কোচ সালাউদ্দিন জানালেন, ‘মাঠে নামার সিদ্ধান্তটি সম্পূর্ণ নির্ভর করছে তামিমের ওপর। আমরা অবশ্য তাকে কিছু করতে বাধ্য করছি না। সে খেলতে ইচ্ছা প্রকাশ করলেই খেলবে। তবে আশা করছি ঢাকা পর্ব থেকেই তাকে পাবো আমরা।’
বিপিএলের পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা এনে দিতেই লড়বেন তামিম। তবে তার আগে ফিটনেস সার্টিফিকেট মিলতে হবে। গত দক্ষিণ আফ্রিকা সফরে অনুশীলনে বাঁ হাতে চোট পান এই ওপেনার। এ অবস্থায় তার বিপিএলে ফেরার বিষয়টি নির্ভর করছে বোর্ডের ওপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও সবুজ সঙ্কেত দিলেই তামিম খেলতে পারবেন বিপিএলে।
Discussion about this post