প্রথমে অসাধারণ বোলিং, তারপর পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং তাইজুল ইসলামের। আর তাতেই তিন দিনে ঢাকা টেস্ট জিতে নিল বাংলাদেশ।
তবে সেই জয়ে পরিতৃপ্তি নেই। দল জিতল, কিন্তু মন জয় করে নিতে পারল না! জিম্বাবুয়ের বিপক্ষে জিততে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য ছিল মাত্র ১০১ রান। কিন্তু সেটা তুলতেই ৭ উইকেট শেষ। ৩ উইকেটের কষ্টার্জিত জয় বাংলাদেশের। ২০১৩ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ টেস্ট জয়টি পেয়েছিল বাংলাদেশ।
এই জয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০’তে এগিয়ে গেল বাংলাদেশ।
ইতিহাস জানাচ্ছে-দেশের মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় আর সব মিলিয়ে পঞ্চম টেস্ট জয়।
সোমবার তিনটি আসলে ছিল তাইজুলের। সকালে তার ঘুর্নি বলে তছনছ হয়ে যায় জিম্বাবুয়ে। মাত্র ১১৪ রানে ২য় ইনিংসে অলআউট হয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে এটিই কোনো দলের এক ইনিংসে সর্বনিম্ন রান। মাত্র ৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাইজুল। গড়েন রেকর্ড। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ৮ উইকেট নিলেন এই স্পিনার।
প্রথম ইনিংসে বাংলাদশ করছিল ২৫৪। জিম্বাবুয়ে ২৪০। ১৪ রানের লিড মুশফিকদের দলের।
তাতেই উৎসবের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। মনে হচ্ছিল সেটা সহজেই পেয়ে যাবে দল। কিন্তু একী! সেই একই ব্যস্ততা। ব্যাটসম্যানরা উইকেটে আসা আর যাওয়াতেই ব্যস্ত। কোন রান না করেই সাজঘরমুখী
প্রথম তিন ব্যাটসম্যান। তামিম ইকবাল, শামসুর রহমান এবং মমিনুল হকও।
এরপরই অবশ্য মাহমুদুল্লাহর (২৮) সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন সাকিব আল হাসান (১৫)। জয়ের কিছুটা সম্ভাবনা জেগে উঠে।
কিন্তু এরপর আবার ছন্দপতন। মনে হচ্ছিল বুঝি হেরেই যাচ্ছে দল। কিন্তু শেষদিকে মুশফিকুর রহীম আর তাইজুল। ধৈর্য ধরে খেলেন দু’জন। মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৩ রানে। ও তাইজুল নটআউট ১৫।
২১ রানে চার উইকেট নেন এল্টন চিগুম্বুরা।
৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভেনু-খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২৪০/১০ (রাজা ৫১, আরভিন ৩৪; সাকিব ৬/৫৯) ও ২য় ইনিংসে ১১৪/১০ (টেলর ৪৫*; তাইজুল ৮/৩৯, শাহাদাত ১/২৫, সাকিব ১/৪৪)
বাংলাদেশ: ১ম ইনিংসে ২৫৪/১০ (মুশফিক ৬৪, মাহমুদুল্লাহ ৬৩, মমিনুল ৫৩; পানিয়াঙ্গারা ৫/৫৯) ও ২য় ইনিংসে ১০১/৭ (তামিম ০, শামসুর ০, মুমিনুল ০, মাহমুদুল্লাহ ২৮, সাকিব ১৫, মুশফিক ২৩*, শুভাগত ০, শাহাদাত ১১, তাইজুল ১৫*; চিগুম্বুরা ৪/২১)
ফল: বাংলাদেশ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তাইজুল ইসলাম
####################################
সম্ভাবনা জাগিয়ে ফের ব্যর্থ মুশফিকরা
সেই একই ভুলের ফাঁদে দল। কিছুতেই জুটি গড়ে উঠছে না। আর তাতেই দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েও ব্যর্থ বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ঢাকা টেস্টের ১ম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিতে পারেনি মুশফিকের দল।
রোববার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকরা অলআউট ২৫৪ রানে।
শনিবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকরা অলআউট ২৫৪ রানে। এর আগে জিম্বাবুয়ে ১ম ইনিংসে অলআউট ২৪০ রানে। ৬ উইকেট সাকিব আল হাসানের।
মাত্র ১৪ রান লিড পায় দল। এরপর জিম্বাবুয়ে ২য় ইনিংসে ২য় দিন শেষে কোন উইকেট না হারিয়ে করেছে ৫ রান।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ২৭ রানে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতেই তারা হারায় শামসুর রহমানকে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন মমিনুল হক। কিন্তু খামখেয়ালিভাবে ৫৩ রান করে রানআউট মমিনুল। মাহমুদুল্লাহ করেন ৬৩। লড়েছিলেন মুশফিকুর রহীমও। কিন্তু অধিনায়ক ফিরে যান ৬৪ রানে।
এই ইনিংসেও সম্ভাবনা জাগিয়ে বড় ইনিংস খেলতে পারলেন না ব্যাটসম্যানরা। খামখেয়ালিতেই সব শেষ!
৫৯ রানে ৫ উইকেট নেন জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ২৪০/১০ (রাজা ৫১, আরনি ৩৪; সাকিব ৫/৫৯, জুবায়ের ২/৫৮) ও ২য় ইনিংসে ৫/০ ও (সিবান্দা ৫*; চাকাভা ০*)
বাংলাদেশ: ১ম ইনিংসে ২৫৪/১০ (তামিম ৫, শামসুর ৮, মুমিনুল ৫৩, মাহমুদুল্লাহ ৬৩, সাকিব ৫, মুশফিক ৬৪, শুভাগত ১৪, তাইজুল ১৯, শাহাদাত ০, জুবায়ের ৭*, আল-আমিন ৯; পানিয়াঙ্গারা ৫/৫৯)
############################
সাকিব ম্যাজিকে ২৪০ অলআউট জিম্বাবুয়ে
নিষেধাজ্ঞা থেকে ফিরেই সাকিব আল হাসান সেই চেনা চেহারায়। বল হাতে সেই ঘুর্নি যাদু। তাতেই ঢাকা টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে জিম্বাবুয়ে অলআউট ২৪০ রানে। অভিষেক টেস্ট খেলতে নামা জুবায়ের হোসেন নিয়েছেন ২ উইকেট। সাকিবের শিকার ৬ উইকেট।
নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা এই তারকা ক্রিকেটার সাকিব ৬ উইকেট নিতে খরচ করেন ৫৯ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এবারই প্রথম ৫ উইকেট পেলেন বাঁহাতি এ স্পিনার। টেস্টে এ নিয়ে ১২ বার পাঁচ উইকেট নিলেন তিনি। সাকিব তুলে নেন হ্যামিলটন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, রেগিস চাকাভা, জন নিউম্বু, টিনাশে পানিয়াঙ্গারা এবং টাফাজওয়া কামুনগোজির উইকেট। টেস্ট খেলেছেন এমন সব প্রতিপক্ষের বিপক্ষে ৫ উইকেট নিলেন তিনি। এখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন নি সাকিব।
এরপর ১ম দিন শেষে ১ম ইনিংসে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৭ রান।
তামিম ইকবাল ফিরে যান ৫ রানে। শামসুর রহমান ৮ ও মুমিনুল হক ১৪ রানে অপরাজিত আছেন।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে।
টেস্ট অভিষেক হল লেগস্পিনার জুবায়ের হোসেনের। বাংলাদেশের ৭৪তম টেস্ট ক্রিকেটার তিনি। ১৯ মাস পর দলে ফিরলেন পেস বোলার শাহাদাত হোসেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন।
জিম্বাবুয়ে দল: ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেগিস চাকাভা, টিনাশে পানিয়াঙ্গারা, জন নিউম্বু, টেন্ডাই চাতারা টাফাজওয়া কামুনগোজি।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংসে: ২৪০/১০ (সিবান্দা ৬, রাজা ৫১, মাসাকাদজা ১৩, টেলর ২৮, চিগুম্বুরা ২৯, আরভিন ৩৪, চাকাভা ২৫, নিউম্বু ১৪, পানিয়াঙ্গারা ৮, চাতারা ১৪*, কামুনগোজি ৫*; সাকিব ৬/৫৯, জুবায়ের ২/৫৮, তাইজুল ১/৪২, শাহাদাত ১/৪৫)
বাংলাদেশ ১ম ইনিংসে: ২৭/১ (তামিম ৫, শামসুর ৮*, মুমিনুল ১৪*; পানিয়াঙ্গারা ১/২০)
Discussion about this post