আগের দিনটা হতাশায় কেটেছিল। মনে বয় জমা হচ্ছিল, না জানি আবার আয়ারল্যান্ড চমকে দেয়। ছুটির দিনের সকালেই বাংলাদেশের হাসিমুখ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে শুক্রবার জয় তুলে নিল সাকিব আল হাসানের দল। চার বছর পর টেস্ট খেলতে নামা আইরিশদের অনায়াসেই হারাল টাইগাররা।
৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিক দল। আয়ারল্যান্ডের দেওয়া ১৩৮ রানের চ্যালেঞ্জ বাংলাদেশ জিতে নিল ৭ উইকেট হাতে রেখেই। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের ব্যাটে ৫১ রান। ম্যাচেরসেরা তিনিই! টেস্ট ক্যারিয়ারে প্রথমবার একই টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করলেন তিনি।
এই নিয়ে টেস্টে ৬ বার ম্যান অব দা ম্যাচ পুরস্কার উঠল মুশফিকুর রহিমের হাতে। সমান সংখ্যকবার এই সম্মান পেয়েছেন সাকিব।
বাংলাদেশকে ১৮০ রানের পাশেপাশে কোনো লক্ষ্য দিতে চেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু আগের দিনের সঙ্গে ৬ রান যোগ করে আইরিশদের ২য় ইনিংস আটকে যায় ২৯২ রানে। চতুর্থ দিনে আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট নেন পেসার ইবাদত হোসেন চৌধুরি। এরপর ১৩৮ রানের লক্ষ্য ছুঁতে বাংলাদেশের লেগেছে ২৭.১ ওভার।
দেশের মাঠে ৮ টেস্ট পর জয় পেল বাংলাদেশ। সবশেষ জয়টি ছিল ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ১৩৭ টেস্টে ১৭তম জয়।
বাংলাদেশের পরের আন্তর্জাতিক ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষেই। আগামী মাসে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৯/১০
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ১১৬ ওভারে ২৯২ (ম্যাকব্রাইন ৭২, হিউম ১৪, হোয়াইট ০; সাকিব ১৩-৪-২৬-২, তাইজুল ৪২-১৬-৯০-৪, মিরাজ ৩০-৮-৫৮-০, ইবাদত ১৫-৩-৩৭-৩, শরিফুল ৮-১-৩৫-১, খালেদ ৭-২-৩৮-০, মুমিনুল ১-০-২-০) বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৮) ২৭.১ ওভারে ১৩৮/৩ (তামিম ৩১, লিটন ২৩, শান্ত ৪, মুশফিক ৫১, মুমিনুল ২০*; অ্যাডায়ার ৬-০-৩০-১, ম্যাকব্রাইন ১৩.১-০-৫২-১, হোয়াইট ৭-০-৪৩-০, টেক্টর ১-০-৫-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহিম
Discussion about this post