ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দিনে বাংলাদেশের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন এনক্রুমা বোনার। সেঞ্চুরির আশাও জাগিয়ে ছিলেন। কিন্তু শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টার শুরুতে তাকে তিন অঙ্কের পৌঁছাতে দেননি মেহেদি হাসান মিরাজ। এদিন লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সাফল্য বলতে এটুকুই। এরমধ্যে টাইগারদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন, জশুয়া ডি সিলভা। সপ্তম উইকেটে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন আলজারি জোসেফ। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ স্কোর বোর্ডেও পেয়ে গেছে বড় পুঁজিই।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ৬ উইকেটে ৩২৫ রান। জশুয়া ডি সিলভা ৭০ ও আলজারি জোসেফ ৩৪ রানে অপরাজিত রয়েছেন। এরআগে ৯০ রানে ফিরে গেছেন বোনার।
শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টায় সাফল্য পায়নি বাংলাদেশ। উল্টো কোনো উইকেট না হারিয়ে প্রথম দিনের স্কোরের সঙ্গে আরও ৪৩ রান যোগ করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান মিরাজের সুবাদে অবশেষে সফরকারীদের ধাক্কা দেয় বাংলাদেশ। ৯০ রান করা এনক্রুমা বোনারকে ফেরান মিরাজ। এরপরের গল্প শুধুই ডি সিলভা ও জোসেফের। লাঞ্চের বিরতি পর্যন্ত তাদের সপ্তম উইকেট জুটি অবিচ্ছিন্ন রয়েছে ৫৯ রানে।
এরআগে আগের দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে শুক্রবার ফের ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বোনার ও ডি সিলভা। তারা বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। ষষ্ঠ উইকেটে তারা যোগও করেছিলেন ৮৮ রান। শেষ পর্যন্ত এ জুটি বাংলাদেশ ভাঙতে মিরাজের কল্যানে। তারপরও বিপদ কাটেনি টাইগারদের।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : (আগের দিন ২২৩/৫) ১১৯ ওভারে ৩২৫/৬ (বনার ৯০, জশুয়া ৭০*, জোসেফ ৩৪*; আবু জায়েদ ২৫-৬-৭৫-২, মিরাজ ৩২-৯-৬৮-১, নাঈম ১৮-৩-৫৬-০, তাইজুল ৩৬-৫-৯০-২, সৌম্য ৮-১-৩০-১)
#দ্বিতীয় দিন, লাঞ্চ বিরতি পর্যন্ত
Discussion about this post