তৃপ্তি নিয়ে শেষ হল চট্টগ্রাম টেস্ট। দুই ইনিংসে মুমিনুল হকের শতরানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এবার ঢাকা টেস্ট। ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের ২য় ও শেষ টেস্ট। রোববার ঘোষণা করা হল দল। যেখানে এক ম্যাচ পর আবারও টেস্ট দলে জায়গা পেলেন সাব্বির রহমান। চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেন রুবেল হোসেন ও সানজামুল ইসলাম। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। যদিও মাঠে নামা হয়নি তার।
চট্টগ্রামে অভিষেকে সানজামুল ৪৫ ওভারে ২ মেডেনসহ ১৭৪ রান দিয়ে নেন মাত্র ১টি উইকেট। যে কারণে নির্বাচকরা তার প্রতি আস্থা রাখতে পারেন নি। তবে রুবেল হোসেন না খেলেই বাদ পড়লেন।
ইনজুরির কারণে চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও মাঠের বাইরেই থাকতে হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে। মিরপুরে টাইগারদের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, নাইম হাসান, তানভীর হায়দার ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post