ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকেই কুঁচকির চোটে ভুগছিলেন সাকিব আল হাসান। যে কারণে চট্টগ্রাম টেস্টে তার খেলা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য এ তারকাকে নিয়েই দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংও করেছিলেন এ বাঁহাতি। কিন্তু ফিল্ডিংয়ের সময় বাম উরুতে টান লাগে তার। ব্যাপারটি তিনি বুঝতে পারেন বোলিংয়ের সময়। তারপরও চেষ্টা করেছিলেন খেলা চালিয়ে যেতে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ছেড়ে যান মাঠ। যে কারণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেটাই সত্যি হয়েছে সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথাতে।
ঢাকা টেস্টে সাকিব খেলবেন বলে জানিয়েছেন নান্নু, ‘সাকিব ইনজুরির জন্য ঢাকা টেস্টে থাকছে না। তবে যেহেতু একটা টেস্ট বাকি, আর আমাদের স্কোয়াড ১৮ সদস্যের, এই মুহূর্তে সাকিব এর পরিবর্তে বাইরে থেকে আমরা কাউকে নিচ্ছি না।’
শুধু ঢাকা টেস্ট নয় সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আসন্ন নিউজিল্যান্ড সফর নিয়েও। আগামী মাসে নিউজিল্যান্ড সফর করা কথা টাইগারদের। তবে ঢাকা টেস্টে তার বদলি কে হবেন সেটি এখনো চূড়ান্ত করেনি নির্বাচকরা।
Discussion about this post