ক্রিকবিডি২৪,কম রিপোর্ট
মিরপুরের শেরেবাংলায় বাংলাদেশের দাপট। টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের মঞ্চ প্রস্তুত করে নিয়েছে সাকিব আল হাসানের দল। টাইগারদের প্রথম ইনিংসের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ১ম ইনিংসে ৫০৮ রান তুলে অলআউট হয়। এরপর জবাব দিতে নেমে স্পিন আক্রমণের সামনে দিশেহারা সফরকারীরা।
টেস্টের দ্বিতীয় দিন শেষে শনিবার ৫ উইকেটে ৭৫ রান করেছে উইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৪৩৩ রানে। স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে পাঠাতে তাদের চাই দরকার ২৩৪ রান।
মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের স্পিনে দ্বিতীয় দিনশেষেই চাপে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ২৯ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারায় তারা। শেষ দিকে এসে শিমরন হেটমায়ার ৩২ ও শেন ডাওরিচ ১৭ রানে লড়েছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে গড়েন ৪৬ রানের জুটি।
আর মেহেদী হাসান মিরাজ নিয়েছেন৩ উইকেট। সাকিব দুটি। আল হাসান নিয়েছেন দুটি উইকেট। চট্টগ্রামের পর এই টেস্টেও স্পিনেও প্রতিপক্ষকে কোনঠাসা করছে বাংলাদেশ।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। তিনি ফিরতেই বাংলাদেশ থামে ৫০৮ রানে। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনি করেন ১৩৬ রান। ২৪২ বলের ইনিংসে ছিল ১০ চার। ২০১০ সালে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১১৫ মাহমুদউল্লাহর আগের সেরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ। সেই সেঞ্চুরির আগে টানা ১১ ইনিংসে ছিল না কোনো ফিফটি। এবার দ্রুত দুটি শতক ধরা দিল তার ব্যাটে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৪ ওভারে ৫০৮ (সাদমান ৭৬, সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিথুন ২৯, সাকিব ৮০, মুশফিক ১৪, মাহমুদউল্লাহ ১৩৬, লিটন ৫৪, মিরাজ ১৮, তাইজুল ২৬, নাঈম ১২*; বিশু ২/১০৯, রোচ ২/৬১, ওয়ারিক্যান ২/৯১, চেজ ১/১১১, লুইস ১/৬৯
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪ ওভারে ৭৫/৫ (ব্রাফেট ০, পাওয়েল ৪, হোপ ১০, অ্যামব্রিস ৭, চেজ ০, হেটমায়ার ৩২*, ডোরিচ ১৭*; মিরাজ ৩/৩৬, সাকিব ২/১৫)।
Discussion about this post