শনিবার ঢাকা টেস্টে ২১৫ রানে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ। ২৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ১১০ রান অলআউট হয় দলটি। আর শ্রীলঙ্কা ১ম ইনিংসে তুলে ২২২ রান। এরপর ২য় ইনিংসে তুলে ২২৬ রান।
এই জয়ে সিরিজটাও ১-০ তে জিতল শ্রীলঙ্কা।
টস: শ্রীলঙ্কা
ভেন্যু: মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২/১০ (মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ধনঞ্জয়া ১৯, গুনাথিলাকা ১৩, চান্দিমাল ০, রোশেন ৫৬, ডিকভেলা ১, পেরেরা ৩১, দনঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমল ৪*; মিরাজ ০/৫৪, রাজ্জাক ৪/৬৩, তাইজুল ৪/৮৩, মুস্তাফিজ ২/১৭)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০/১০ (লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১, মুস্তাফিজ ০; লাকমল ৩/২৫, পেরেরা ২/৩২, দনঞ্জয়া ৩/২০, হেরাথ ০/৩১)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৭৩.৫ ওভারে ২২৬/১০ (করুনারত্নে ৩২, মেন্ডিস ৭, ধনঞ্জয়া ২৮, গুনাথিলাকা ১৭, চান্দিমাল ৩০, সিলভা ৭০*, ডিকভেলা ১০, দিলরুয়ান ৭, ধনঞ্জয়া ০, লাকমল ২১, হেরাথ ০; রাজ্জাক ১৭-২-৬০-১, মুস্তাফিজ ১৭-৩-৪৯-৩, তাইজুল ১৯.৫-২-৭৬-৪, মিরাজ ২০-৫-৩৭-২)
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯.৩ ওভারে ১২৩/১০ (তামিম ২, ইমরুল ১৭, মুমিনুল ৩৩, মুশফিক ২৫, লিটন ১২, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১, মিরাজ ৭, রাজ্জাক ২, তাইজুল ৬, মুস্তাফিজ ৫*; লাকমল ৩-০-১১-০, দিলরুয়ান ১০-০-৩২-১, হেরাথ ১১.৩-১-৪৯-৪, দনঞ্জয়া ৫-১-২৪-৫)
ফল: শ্রীলঙ্কা ২১৫ রানে জয়ী
সিরিজ: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: রোশেন সিলভা
সিরিজসেরা: রোশেন সিলভা
Discussion about this post