চটজলদি বাংলাদেশ সফর শেষ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিস্ময়কর হলেও সত্য সপ্তাহখানেকের মধ্যে তারা শেষ করবে ৫ ম্যাচ। ২৯ জুলাই বাংলাদেশে সফরে আসার কথা অজিদের। তার আগে সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বেশ কয়েকজন তারকাকে ছাড়াই ঢাকায় আসবে তারা।
ঢাকায় পা রেখে আগামী ২ থেকে ৮ আগস্টের মধ্যে বাংলাদেশ দরৈর সঙ্গে তারা খেলবে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ। এই খবর নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
মিরপুরের শেরেবাংলায় গত বুধবার আকরাম বলেন, ‘দেখুন অস্ট্রেলিয়ার সফর নিশ্চিত আছে এখন অব্দি। ওরা যেগুলো চাইছে আমরা সেগুলোই করার চেষ্টা করছি। সবকিছুই চূড়ান্ত। বলা যায় প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ হয়ে গেছে। ভবিষ্যতে যদি কোনও কিছু খারাপ না হয় তাহলে ধরে নিতে পারি তারা আসবে। ২ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে ৫টা টি-টুয়েন্টি শেষ হবে। ভেন্যু হলো মিরপুরের শেরেবাংলায়।’
সফরের আগে অনেক শর্ত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শর্ত কঠিন হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান শর্ত- এক ভেন্যুতে সবগুলো ম্যাচ আয়োজন করতে হবে। বিসিবির দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও মিরপুর শেরেবাংলায় হবে পাঁচটি ম্যাচ।
একইসঙ্গে বাংলাদেশে নেমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের ঝামেলায় পড়তে চাইছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। করোনা কালে কোনোভাবেই বিমানবন্দরের গণরুমে ইমিগ্রেশনের কাজ করতে রাজি নয়। এ কারণে বিশেষ ব্যবস্থা করতে বলেছে তারা। বিসিবি ইমিগ্রেশন বিভাগের সঙ্গে এনিয়ে আলোচনা করছে।
সফরে ঢাকায় এসে অস্ট্রেলিয়া দল উঠবে হোটেল সোনারগাঁওয়ে। সোনারগাঁও হোটেল পুরো আইসোলেশনে রাখার শর্ত দিয়েছে অজিরা। এই পাঁচতারকা হোটেলে তারা থাকবেন, ততদিন রেস্টুরেন্ট, সুইমিংপুল সাধারণ অতিথিরা ব্যবহার করতে পারবেন না। ভেন্যু, আসা-যাওয়ার পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সব শর্তে রাজি বিসিবি।
তারপরও যদি ২০১৭ সালের পর বাংলাদেশে আসে অজি ক্রিকেট দল-
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল-
অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
Discussion about this post