ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন কয়েক আগেই ঢাকায় পা রাখার কথা ছিল তার। কিন্তু বিশ্ব আগের মতো নেই। করোনাভাইরাসের কারণে সতর্ক সবাই। এ কারণেই ঢাকা আসার পথে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোকে। ফ্লাইট পেছানোয় তাকে দক্ষিণ আফ্রিকাতেই আরেক দফা করোনা পরীক্ষা করাতে হয়। দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই দুবাইয়ের ফ্লাইটে উঠতে পেরেছেন।
এরমধ্যে গত শুক্রবার পা রেখেছেন মধ্যপ্রাচ্যের শহর দুবাই। এ অবস্থায় শনিবার বিকেলেই ঢাকার ফ্লাইটে ওঠার কথা তার। বাংলাদেশেই পৌঁছাবেন রাতেই। তবে ঢাকায় এসেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। এরপরই শিষ্যদের নিয়ে শুরু করে দেবেন অনুশীলন।
বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে ঢাকায় চলে এসেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান কেলাফতে ও ট্রেনার নিক লি।
সামনেই টাইগারদের শ্রীলঙ্কা সফর। সেই সফরের দল নিয়েই কাজ করবেন কোচিং স্টাফরা। সব ঠিক থাকলে আসছে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কায়। সেখানে নেমেই ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে। জাতীয় দল এক সপ্তাহের ক্যাম্প। শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান আর স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
২৩ অক্টোবর শুরু দুই দলের প্রথম টেস্ট। ক্যান্ডিতে পরের টেস্ট শুরু ৩১ অক্টোবর। এই টেস্টে খেলার কথা সাকিব আল হাসানের। যার নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। এরইমধ্যে সাভারের বিকেএসপিতে অনুশীলন শুরু করে দিয়েছেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। ফিটনেস টেস্টে পাশ করেই তিনি পা রাখতে চান লঙ্কান দ্বীপে। একবছরের নিষেধাজ্ঞা শেষে সেই পুরনো দাপটেই ফেরার পরিকল্পনা করছেন সাকিব।
Discussion about this post